Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৫ লাখ টাকা খরচ করে ঘুম!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী ২০২০, ০৬:০৯ PM
আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০২০, ০৬:০৯ PM

bdmorning Image Preview


মাঠে তখন চলছে টানটান উত্তেজনা। কিন্তু তাতে কী? তার মনে হয়েছিল, ঘুমিয়ে নেওয়ার এটাই সবচেয়ে ভাল সময়। তাই প্রায় ৫ লাখ টাকা খরচ করে টিকিট কিনে তিনি ঘুমিয়ে পড়লেন স্টেডিয়ামের ভিতরেই। আর সেই ঘুমের ভিডিও এক ক্রীড়া সাংবাদিক তার ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে আপলোড করতেই ভাইরাল হয়ে যায়।

গত রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে চলছিল রাগবি টুর্নামেন্ট, সুপার বোলের ফাইনাল ম্যাচ। পিছিয়ে থেকেও ম্যাচ জিতে নেয় ‘কানসাস সিটি চিফস’। সান ফ্রান্সিসকো ৪৯ইআরএস-কে তারা ৩১-২০ পয়েন্টে হারায়।

ফাইনাল ম্যাচের মোড় ঘোরানো বিভিন্ন মুহূর্ত যত না ঘুরছে সোশ্যাল মিডিয়ায়, তারথেকেও বেশি ছড়িয়ে পড়েছে ঘুমের সেই ভিডিও। আসলে ওই ব্যক্তি যে আসনে বসেছিলেন খেলা দেখার জন্য, তার টিকিটের দাম ছিল সাত হাজার মার্কিন ডলার (টাকার হিসাবে ৫ লাখ টাকার অধিক)।

ক্রীড়া সাংবাদিক কারিসা ম্যাক্সওয়েল ওই ভিডিওটি পোস্ট করছেন। জানা গেছে, যে ব্যক্তি স্টেডিয়ামেই ঘুমিয়ে পড়েছিলেন, তিনি ম্যানেজমেন্ট কনসালটেন্সি কোম্পানি টেনিও’র চেয়ারম্যান অ্যান্ড সিইও ডিক্ল্যান কেলি। ভিডিওতে দেখা যাচ্ছে, চেয়ারে বসে পায়ের উপর পা তুলে পিছনের দেওয়ালে মাথা ঠেকিয়ে বেশ আয়েশ করে ঘুমাচ্ছেন তিনি।

কারিসা'র ক্যামেরা বাঁ দিক থেকে ডান দিকে প্যান করে গোটা স্টেডিয়ামটি ধরার চেষ্টা করেছে। শেষে ক্যামেরা ফোকাস করছে কেলিকে। দেখা যাচ্ছে ম্যাচের একটি উত্তেজক মুহূর্তে প্রায় সব দর্শক আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়েছেন। কিন্তু এক ভদ্রলোক কেমন নির্বিকারভাবে চোখ বুজে আছে, যেন এই বল কাড়াকাড়ির লড়াইয়ে তার কিছুই যায় আসে না। অথচ সেটাই তিনি প্রায় ৫ লাখ টাকা খরচ করে দেখতে এসেছিলেন।

তবে কেলি কেন খেলা দেখতে এসে এভাবে ঘুমিয়ে পড়েছিলেন বা কখন তিনি ঘুম থেকে উঠলেন তা অবশ্য জানা যায়নি।

 

Bootstrap Image Preview