Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিয়েতে কার্ডের পরিবর্তে গাছ পাঠিয়ে অতিথি নিমন্ত্রণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০২০, ০৭:৫০ PM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০২০, ০৭:৫০ PM

bdmorning Image Preview


আড়ম্বরপূর্ণ বিয়ের আয়োজনের জন্য সারা বিশ্বে পরিচিতি আছে ভারতের। বিশ্বের বেশ কয়েকটি ব্যয়বহুল আয়োজন করেছে তারা। তবে সম্প্রতি ভারতীয় যুগলদের মধ্যে পরিবেশবান্ধব বিয়ের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তেমনই একটি বিয়ের খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। বিয়েতে আমন্ত্রণ জানানোর জন্য সেখানে ই-কার্ড ব্যবহার করা হয়েছে। যাতে কাগজের ব্যবহার কমানো যায়।

এছাড়া বিয়েতে গাছের টব উপহার দেয়া হয়েছে অতিথিদের। টবে লেখা ছিল বর-কনের নাম ও বিয়ের তারিখ। এমন অভিনবভাবে বিয়ে আয়োজন করেই প্রশংসিত হচ্ছেন বরপক্ষ। 

বিয়েতে খাবারের যাতে অপচয় না হয় সেই চিন্তা থেকেই পরিবেশবান্ধব বিয়ের চিন্তা তাদের মাথায় আসে। তারা ৮-১০ মাস বয়সী ঘর সাজানোর ৪/৫ প্রজাতির গাছ পাঠিয়েছেন অতিথিদের। এতে অতিথিরা ইতিবাচকভাবেই সাড়া দিয়েছেন। তবে এ জন্য তাদের বেশ ঝামেলায়ও পড়তে হয়েছে। গাছের কীভাবে যত্ন নিতে হবে সে বিষয়ে প্রত্যেক অতিথির সঙ্গে ১০/১৫ মিনিট করে ব্যয়ও করতে হয়েছে।  

Bootstrap Image Preview