Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিষেধাজ্ঞা মোকাবিলায় ইরানিদের রোজা রাখার পরামর্শ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০২০, ১০:৩০ AM
আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০২০, ১০:৩০ AM

bdmorning Image Preview


যুক্তরাষ্ট্র সরকারের আরোপিত নিষেধাজ্ঞা মোকাবিলায় এবার ইরানিদের রোজা রাখার পরামর্শ দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা।

শনিবার (১ ফেব্রুয়ারি) তিনি বলেছিলেন, ইরানি জনগণের উচিত প্রয়াত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমিনির শিক্ষা অনুসরণ করা। কেননা এর মাধ্যমেই মার্কিন নিষেধাজ্ঞার যথাযথ জবাব দেওয়া সম্ভব।

ইরানের সাবেক প্রতিরক্ষামন্ত্রী হোসাইন দাহকনির বরাতে রবিবার (২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে সৌদির সংবাদমাধ্যম আল-আরাবিয়াহ।

বিশ্লেষকদের মতে, ২০১৫ সালে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ছয় ক্ষমতাধর রাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি স্বাক্ষর করেছিল ইরান। যদিও ২০১৮ সালে একতরফাভাবে সেই চুক্তি প্রত্যাখ্যান করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর তেহরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল গ্রহণ করেন তিনি। যার অংশ হিসেবে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করতে থাকে ট্রাম্প প্রশাসন।

মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, আমরা নতুন একটি চুক্তি চাচ্ছি। যার মধ্যে পরমাণু ইস্যুতে ইরানের তৎপরতা ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচিও থাকবে।

উল্লেখ্য, মার্কিন নিষেধাজ্ঞার কারণে জনগণকে খাবার কমিয়ে দেওয়ার কথা এবারই প্রথম বলছে না তেহরান কর্তৃপক্ষ। এর আগেও গত বছর দেশটির জ্বালানি বিষয়ক মন্ত্রী নাগকিরদের খাবারের অভ্যাসের তীব্র সমালোচনা করেছিলেন।

Bootstrap Image Preview