Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সামর্থ্যের প্রমাণ দেবে জাহানারা-সালমারা: পাপন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২০, ১১:১৪ AM
আপডেট: ৩১ জানুয়ারী ২০২০, ১১:১৪ AM

bdmorning Image Preview


টানা চতুর্থবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিশ্বকাপের গত আসরগুলোতে আশানুরূপ পারফর্ম করতে না পারলেও এবার নিজেদের সামর্থ্যের প্রমাণ দেবে জাহানারা-সালমারা বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।  

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এরই মধ্যে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। বৃহস্পতিবার দুপুরে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে নারী ক্রিকেট দলের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয় ফটো-সেশন। সেখানে দলের সঙ্গে উপস্থিত ছিলেন পাপন।

ফটো সেশন শেষে পাপন বলেন, 'প্রত্যাশা তো সবসময়ই বেশি। বাংলাদেশ দল দেশের প্রতিনিধি হিসেবে যাচ্ছে, প্রত্যাশা তো আছেই। আমি মনে করি বিশ্বকাপ খেলতে যাচ্ছে এটাই প্রথম কথা, আর এটা আমাদের জন্য গৌরবের একটি বিষয়। এখন পর্যন্ত আমাদের নারী দল যে পারফরম্যান্স দেখিয়েছে খুব ভালো যে তা বলব না, তবে খারাপ না। এশিয়ার চ্যাম্পিয়ন। সেদিক থেকে অবশ্যই আমরা ভালো অবস্থায় আছি।'

গত এশিয়া কাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ক্রিকেট দল। এরপর এশিয়ান গেমসে স্বর্ণ পদক জয়ের পাশাপাশি ভারতে অনুষ্ঠিত চার দলীয় টুর্নামেন্টের ট্রফি জেতে তারা। এসকল অর্জনের কারণেই জাহানারাদের প্রতি প্রত্যাশার পারদ উঁচুতে থাকছে বিসিবি সভাপতির। 

নাজমুল হাসানের ভাষ্যমতে, 'তাদের মধ্যে আত্মবিশ্বাস আছে। এটাই অনেক কিছু। আর বিশ্বকাপের আগ মুহূর্তে তারা ভারতে যে সিরিজটা খেলে এসেছে, সেখান থেকে কিছুটা হলেও মনোবল পাবে। কারণ সেখানে ভারতীয় জাতীয় দলের ক্রিকেটাররাই তো ভাগ হয়ে খেলেছিল। কাজেই আমার মনে হয় এটা আমাদের খেলোয়াড়দের আত্মবিশ্বাস আরও বাড়াবে।’ 

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নারী ক্রিকেট দলঃ  সালমা খাতুন (অধিনায়ক), রুমানা আহমেদ (সহ-অধিনায়ক), জাহানারা আলম, শামীমা সুলতানা, মুরশিদা খাতুন হ্যাপি, আয়েশা রহমান, নিগার সুলতানা জ্যোতি, সানজিদা ইসলাম, খাদিজাতুল কুবরা, পান্না ঘোষ, ফারজানা হক পিংকি, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, রিতু মনি, শুভানা মোস্তারি।

স্ট্যান্ডবাই  
শায়লা শারমিন, সুরাইয়া আজমিম, লতা মণ্ডল, পূজা চক্রবর্তী, রাবেয়া

Bootstrap Image Preview