Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হারারে টেস্টের লাগাম জিম্বাবুয়ের হাতে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২০, ১১:০৯ AM
আপডেট: ৩১ জানুয়ারী ২০২০, ১১:০৯ AM

bdmorning Image Preview


হারারে টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫৪ রানে এগিয়ে আছে স্বাগতিক জিম্বাবুয়ে। বৃষ্টির কারণে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকলেও চালকের আসনে থেকে চতুর্থ দিন শেষ করেছে শন উইলিয়ামসের দল।

দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৭ উইকেটে ২৪১ রান। টেস্টের শেষ দিন ৪৭ রানে অপরাজিত থেকে খেলা শেষ করেছেন অধিনায়ক উইলিয়ামস। অপরদিকে তাঁর সঙ্গী হিসেবে অপরাজিত আছেন ডোনাল্ড তিরিপানো।

চতুর্থ দিন ১৭৫ রানে এগিয়ে থেকে খেলা শুরু করে জিম্বাবুয়ে। ব্র্যান্ডন টেলর এবং অধিনায়ক উইলিয়ামসের দারুণ ব্যাটিংয়ে লিড বাড়িয়ে নেয় জিম্বাবুয়ে। ৭৫ বলে ৬৭ রানের ইনিংস খেলেন অভিজ্ঞ ব্যাটসম্যান টেলর। এছাড়াও সিকান্দার রাজা করেন ৩৪ রান। শ্রীলঙ্কার হয়ে ২টি করে উইকেট নেন বিশ্ব ফার্নান্দো এবং লাসিথ এম্বুলদেনিয়া। 

এর আগে নিজেদের প্রথম ইনিংসে টস জিতে ব্যাটিং করতে নেমে শন উইলিয়ামসের সেঞ্চুরিতে ৪০৬ রানের পুঁজি পায় জিম্বাবুয়ে। উইলিয়ামস ছাড়াও দারুণ খেলেছেন ব্র্যান্ডন টেলর এবং সিকান্দার রাজা। দুই ব্যাটসম্যানই পেয়েছেন হাফ সেঞ্চুরি।

রাজা ৭২ এবং টেলর ৬২ রানের ইনিংস খেলে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন। শ্রীলঙ্কার হয়ে ১৮২ রান খরচায় ৪ উইকেট নেন লাসিথ এম্বুলদেনিয়া। ৭১ রানে ৩ উইকেট শিকার করেন ধনঞ্জয়া ডি সিলভা। 

পরবর্তীতে ব্যাটিং করতে নেমে অফ স্পিন অলরাউন্ডার সিকান্দার রাজার বোলিং ঘূর্ণিতে ২৯৩ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ৪৩ ওভারে ১১৩ রান খরচায় ৭ উইকেট নেন ৩৩ বছর বয়সী রাজা। এছাড়া একটি করে উইকেট পান কার্ল মুম্বা, ডোনাল্ড তিরিপানো এবং ভিক্টর নায়াউচি। 

সংক্ষিপ্ত স্কোরঃ (চতুর্থ দিন শেষে)

জিম্বাবুয়ে (প্রথম ইনিংস)- ৪০৬/১০ (১১৫.৩ ওভার) (উইলিয়ামস ১০৭, রাজা ৭২; এম্বুলদেনিয়া ৪/১৮২, ধনঞ্জয়া ৩/৭১) 

শ্রীলঙ্কা (প্রথম ইনিংস)- ২৯৩/১০ (১১৯.৫ ওভার) (ম্যাথুস ৬৪, করুনারত্নে ৪৪; রাজা ৭/১১৩, তিরিপানো ১/৩০)

Bootstrap Image Preview