Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নন-নেটিভ ইংলিশ স্পিকারদের বিদ্রুপ করায় শাস্তি পেল অস্ট্রেলিয়া 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২০, ১১:০৫ AM
আপডেট: ৩১ জানুয়ারী ২০২০, ১১:০৫ AM

bdmorning Image Preview


সামাজিক যোগাযোগ মাধ্যমে নন-নেটিভ ইংলিশ স্পিকারদের (যাদের মাতৃভাষা ইংরেজি নয়) বিদ্রুপ করায় শাস্তি পেতে পারেন অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের কয়েকজন ক্রিকেটার। 

গত ২৩ জুন যুব বিশ্বকাপের 'বি' গ্রুপের খেলায় ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে অস্ট্রেলিয়া। ওই ম্যাচে নিজের ব্যাটিংয়ের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করে ফ্রেজার-ম্যাকগার্ক লিখেন, 'কোয়ার্টার ফাইনাল, আমরা এসে গেছি।'

এরপর এই পোস্টে কমেন্ট করেন ফ্রেজার-ম্যাকগার্কের কয়েকজন সতীর্থ। এর মধ্যে বেশ কিছু কমেন্ট ছিল নন-নেটিভ ইংলিশ স্পিকারদের প্রতি কটাক্ষ করে। এই বিষয়টি পরবর্তীতে নজরে আসে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ)। ফলে তরুণ এই ক্রিকেটারদের শাস্তি দেয়ার কথা ভাবছে তারা। 

এই প্রসঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার ইন্টেগ্রিটি চিফ শেন ক্যারল বলেন, 'তাদের কিছু কিছু ভাষার ব্যবহার নন-নেটিভ ইংলিশ স্পিকারদের প্রতি ব্যঙ্গ বলে ধরে নেওয়া যায়। সামাজিক মাধ্যমে তরুণ ক্রিকেটারদের এ ধরনের অযাচিত ভাষা প্রয়োগে ক্রিকেট অস্ট্রেলিয়া খুবই হতাশ। ইতোমধ্যে আইসিসিকে আমরা এ বিষয়ে অবহিত করেছি।'

নিজেদের দোষ বুঝতে পেরে অবশ্য এরই মধ্যে ইনস্টাগ্রামের সেই কমেন্ট এবং পোস্ট মুছে দিয়েছে যুব ক্রিকেটাররা। তবে এরপরেও শাস্তি থেকে মুক্তি পাচ্ছেন কিনা তারা এখনও নিশ্চিত নয়। 

Bootstrap Image Preview