Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আন্তর্জাতিক স্বীকৃতিতে ফারজানা-নিগার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২০, ১০:৫৯ AM
আপডেট: ৩১ জানুয়ারী ২০২০, ১০:৫৯ AM

bdmorning Image Preview


নেপালে অনুষ্ঠিত সাউথ এশিয়ান গেমসে মালদ্বীপের বিপক্ষে জোড়া সেঞ্চুরি করেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই ব্যাটসম্যান নিরাগার সুলতানা এবং ফারজানা হক। 

তবে সেসময় এই ম্যাচটিকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয়নি আইসিসি। মূলত ইমার্জিং দলের আদলে জাতীয় দলের ক্রিকেটারদের পাঠিয়েছে বাংলাদেশ, এমন দাবি উঠায় এই সিদ্ধান্ত নেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। 

অবশেষে নানা আলোচনার পর এবার ম্যাচটিকে আন্তর্জাতিক মর্যাদা দিয়েছে আইসিসি। ফলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিগার এবং ফারজানার সেঞ্চুরিটি তালিকাভুক্ত হয়েছে।  

এই প্রসঙ্গে ক্রিকইনফোর ডাটা সার্ভিস ম্যানেজার সজন নাইর বলেন, '২০১৯ সালের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচগুলো চূড়ান্ত করা হয়েছে এবং বাংলাদেশ, নেপাল এবং মালদ্বীপের ম্যাচগুলোকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয়া হয়েছে। তবে শ্রীলঙ্কার ম্যাচগুলো বাদ দেয়া হয়েছে কারণ তারা উপযুক্ত দল পাঠায়নি।' 

মালদ্বীপের বিপক্ষে সেই ম্যাচে নিগার এবং ফারজানার জোড়া সেঞ্চুরিতে ২৫৬ রানের বিশাল সংগ্রহ করেছিল বাংলাদেশ। মাত্র ৬৫ বলে ১৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১১৩ রানের অপরাজিত ইনিংস খেলেন নিগার। যেখানে ৫৩ বলে ২০টি চারের সাহায্যে ১১০ রান করেন ফারজানা। 

Bootstrap Image Preview