Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অনুশীলনের সুযোগটা বেশি থাকলে ভালো হতো: সৌম্য

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০২০, ০২:৩৮ PM
আপডেট: ৩০ জানুয়ারী ২০২০, ০২:৪২ PM

bdmorning Image Preview


শুক্রবার (৩১ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) আসর। লাল বলের এই টুর্নামেন্টে ওয়ালটন মধ্যাঞ্চলের হয়ে খেলবেন জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার। এরই মধ্যে বিসিএলকে সামনে রেখে আজ থেকে প্রস্তুতি শুরু করেছে সৌম্যর দল।  

বৃহস্পতিবার দ্বিতীয় দিনের প্রস্তুতি শেষে চূড়ান্ত লড়াইয়ে মাঠে নামবে মধ্যাঞ্চল। প্রথম দিনের প্রস্তুতি শেষে বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য জানান নিজেদের প্রত্যাশার কথা। তাঁর বিশ্বাস টুর্নামেন্টে নিজেদের পজিশন এবং সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ভালো ফলাফল বয়ে আনা সম্ভব।

সৌম্য বলেন, 'দল তো ভালোই মনে হচ্ছে। মাত্র একদিন অনুশীলন হলো। কালকে আরেকদিন অনুশীলনের সুযোগ পাবো। দলটি যেমন আছে সবাই যদি নিজের পজিশন অনুযায়ী খেলতে পারে তাহলে অবশ্যই ভালো হবে।' 

পাকিস্তান সফরের টি-টোয়েন্টি দলে ছিলেন সৌম্য। সংক্ষিপ্ত ফরম্যাট থেকে এবার দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে ফেরাটাকে কিছুটা কঠিন হিসেবে মনে করছেন তিনি। এক্ষেত্রে অনুশীলনের সুযোগ বেশি থাকলে নিজেদের প্রস্তুত করাটা সহজ হতো বলে মনে করছেন জাতীয় দলের এই ক্রিকেটার। 

সৌম্যর ভাষ্যমতে, 'এতদিন সবাই টি-টোয়েন্টি লেভেলে ছিল। সেখান থেকে যখন লাল বলের ম্যাচ খেলবে তখন একটা ফিল আসবে, এখানে ম্যাচ খেলা একরকম আর ম্যাচ থেকে যাওয়া আরেক রকম। অনুশীলনের সুযোগটা বেশি থাকলে ভালো হতো, যেহেতু নেই তাই এটা নিয়ে বেশি চিন্তা করে লাভ নেই।'

Bootstrap Image Preview