Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সকল ধোয়াসা কাটিয়ে কাল মঠে গড়াবে বিসিএল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০২০, ০১:৪৭ PM
আপডেট: ৩০ জানুয়ারী ২০২০, ০১:৪৭ PM

bdmorning Image Preview


৩১ জানুয়ারি মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। চার দিনের ম্যাচের এই জমজমাট আসর শুরু হবে দুটি ভেন্যুতে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবি সাউথজোনের বিপক্ষে মাঠে নামবে বিসিবি নর্থজোন। অপরদিকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইসলামি ব্যাংকের বিপক্ষে মাঠে নামবে ওয়ালটন সেন্ট্রালজোন।

প্রথম লেগ শেষে আগামী ৭ ফেব্রুয়ারি দ্বিতীয় লেগ শুরু হবে। শেষ লেগ শুরু হবে আগামী ১৪ ফেব্রুয়ারি।

এর আগে গত সোমবার (২৭ জানুয়ারি) বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই প্রথম শ্রেণির টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। এই প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে দল গুছিয়ে নিয়েছে অংশ নেয়া চারটি দল।

চারটি দলই যথেষ্ট ভারসাম্যপূর্ণ দল সাজিয়েছে। ক্রিকেটারদের মধ্যে যারা বিপ টেস্ট টপকে যেতে পারেননি, তারা এই লেগে খেলতে পারছেন না। তবে প্রথম লেগ শেষে আবারও বিপ টেস্ট দিয়ে খেলার সুযোগ পাবেন তারা।

বিসিএলের প্রথম ও তৃতীয় রাউন্ডে খেলার কথা রয়েছে জাতীয় দলে থাকা ক্রিকেটারদের। মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের খেলাটা তাই অনেকটাই নিশ্চিত।

বিসিবি সাউথজোনঃ আব্দুর রাজ্জাক, আল-আমিন হোসেন, এনামুল হক বিজয়, মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, শফিউল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, ফজলে মাহমুদ রাব্বি, ফরহাদ রেজা, শামসুর রহমান শুভ, আল-আমিন (জুনিয়র), নাসুম আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শাহরিয়ার নাফীস, রবিউল হক, ইরফান শুক্কুর, আমিনুল ইসলাম বিপ্লব, মাহমুদুল হাসান জয়, রুয়েল মিয়া। 

বিসিবি নর্থজোনঃ আরিফুল হক, নাঈম ইসলাম, জুনায়েদ সিদ্দিকী, মুশফিকুর রহিম, সানজামুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরী, রনি তালুকদার, সুমন খান, লিটন দাস, তাসকিন আহমেদ, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, সঞ্জিত সাহা, সালাউদ্দিন শাকিল, জহুরুল ইসলাম অমি, তানবীর হায়দার, এনামুল হক জুনিয়র, মিজানুর রহমান, হোসেন আলি, মুক্তার আলি।

ওয়ালটন সেন্ট্রালজোনঃ সাইফ হাসান, শুভাগত হোম চৌধুরী, তাইবুর রহমান, নাজমুল হোসেন শান্ত, আরফাত সানি, শহিদুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, রকিবুল হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ, জাকের আলি অনিক, নাজমুল ইসলাম অপু, নাঈম শেখ, আব্দুল মজিদ, ইরফান হোসেন, সোহরাওয়ার্দী শুভ, শরিফুল ইসলাম, মো: আকবর আলি, মেহেদী হাসান মিরাজ।

ইসলামি ব্যাংক ইস্টজোনঃ ইমরুল কায়েস, আবু জায়েদ রাহি, আফিফ হোসেন, মুমিনুল হক, নাঈম হাসান, তামিম ইকবাল, রুবেল হোসেন, ইয়াসির আলি চৌধুরী, পিনাক ঘোষ, হাসান মাহমুদ, জাকির হাসান, নাসির হোসেন, তাইজুল ইসলাম, অমিত হাসান, রেজাউর রহমান, তানভির ইসলাম, ইমরান-উজ-জামান, খালেদ আহমেদ, রনি চৌধুরী, মোহাম্মদ আশরাফুল।

Bootstrap Image Preview