Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

একই সাথে ইরান সফরে কাতারের আমির, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২০, ০৫:২৯ PM
আপডেট: ১২ জানুয়ারী ২০২০, ০৫:২৯ PM

bdmorning Image Preview


কাতারের আমির তামিম বিন হামাদ আল সানি আজ রবিবার ইরান সফরে গেছেন। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিসহ সে দেশের শীর্ষ নেতাদের সঙ্গে তিনি তেহরানে বৈঠক করবেন বলে জানা গেছে।

তাদের ওই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক পরিস্থিতি গুরুত্ব পাবে। এর আগে গত সপ্তাহে কাতারের পররাষ্ট্রমন্ত্রী ইরান সফর করেন। ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওই সময় তিনি বৈঠক করেন।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি আজ রবিবারই ইরান সফরে যাচ্ছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নির্দেশে ইরানে যাচ্ছেন তিনি।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, তেহরান সফরে শাহ মেহমুদ কোরেশি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়েও তারা মতবিনিময় করবেন। 

ওই বিবৃতিতে আরো বলা হয়, তেহরান সফর শেষে কোরেশি সোমবার সৌদি সফরে যাবেন এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিয়ে আলোচনা করবেন।

Bootstrap Image Preview