Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানে মসজিদে ভয়াবহ বোমা বিস্ফোরণে নিহত ১৫

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২০, ১০:১৪ AM
আপডেট: ১১ জানুয়ারী ২০২০, ১০:১৪ AM

bdmorning Image Preview


পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েতার এক মসজিদে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে।

শুক্রবার (১০ জানুয়ারি) এ ঘটনা ঘটে। বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া ল্যাঙ্গোভের দেশটির সংবাদ মাধ্যম এ তথ্য জানায়।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার মাগরিবের নামাজ চলাকালীন ওই মসজিদে বোমা বিস্ফোরণ হয়। এতে ওই মসজিদের ইমাম ও একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা সহ ১৫ জন নিহত হন। এছাড়া এতে আহত হয়েছেন আরও অনেকে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

এই হামলা দায় এখন পর্যন্ত কোন সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি।

পাকিস্তানের আন্তঃ-বাহিনী জনসংযোগের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গাফুর টুইট বার্তায় বলেছেন, ‘ফ্রন্টিয়ার কর্পস কর্মীরা বিস্ফোরণস্থলে পৌঁছেছে। পুলিশের পাশাপাশি তারাও তল্লাশি অভিযানে অংশ নিয়েছে।’

Bootstrap Image Preview