Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হকির উন্নয়নে ৩০ হাজার ডলার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০২০, ১১:২০ AM
আপডেট: ০৪ জানুয়ারী ২০২০, ১১:২০ AM

bdmorning Image Preview


নতুন বছরে হকির উন্নয়নে ৩০ হাজার ডলার অনুদান পেয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। স্টেডিয়াম সংস্কারসহ হকির উন্নয়নে এ অর্থ খরচ করা হবে। তৈরি করা হবে ইনডোর হকি গ্রাউন্ড। জানালেন ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ শিকদার। এছাড়া ২০২০ এ আয়োজন করা হবে হকির প্রিমিয়ার লিগ। হকির উন্নয়নের স্বার্থে মমিনুল হক সাঈদ দেশে ফিরলে তাকে আবারও সাধারণ সম্পাদক পদে বসানোর ব্যাপারে ইঙ্গিত দিলেন বাহফের সিনিয়র সহ-সভাপতি।

নতুন বছর। নতুন উদ্যমে হকি। দুটি সুখবর দিয়ে শুরু করা যাক। দেশের হকির উন্নয়নে ৩০ হাজার ডলার অনুদান পেয়েছে ফেডারেশন। আর এশিয়ান হকি ফেডারেশনের সাব কমিটিতে বাংলাদেশের ৭ জন কাজ করার সুযোগ পেয়েছেন। যা দেশের ইতিহাসে প্রথম।

নতুন বছরে আছে অনেক নতুন পরিকল্পনা। তার মধ্যে অন্যতম একটা ইনডোর হকি মা গড়া। সামনে এ সংস্করণে অংশ নিতে হবে নিয়মিত। আশার খবর হলো মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের পাশের ফাঁকা জায়গায় একটা ইনডোর হকি গ্রাউন্ড করার প্রস্তাব মন্ত্রণালয়ে জমা দিয়েছে ফেডারেশন।

মমিনুল হক সাঈদ হকি ফেডারেশনের বিগ ফিশ। দুর্নীতির দায়ে সিঙ্গাপুরে পলাতক হকির সাধারণ সম্পাদক। কবে ফিরবেন জানা নেই। তবে ফিরলেই নাকি আবারও স্বপদে বহাল হবেন সাঈদ, ইঙ্গিত ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি রশিদ শিকদারের।

দেড় বছর ধরে প্রিমিয়ার লিগ নেই মাঠে। প্লেয়ারদের রুটি-রুজি ওটাই। সুখবর হলো এ বছর নিশ্চিত ভাবে হচ্ছে লিগ। তবে ফেডারেশনের সঙ্গে ক্লাব গুলোর দ্বন্দ্ব কমিয়ে আনতে হবে।

এছাড়া ফেব্রুয়ারিতে দেশে প্রথম বারের মতো শুরু হচ্ছে মেয়েদের ঘরোয়া হকি টুর্নামেন্ট।

Bootstrap Image Preview