Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বোপারার হাফ-সেঞ্চুরিতে রাজশাহীর সংগ্রহ ৪ উইকেটে ১৭৯ রান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০২০, ০৪:২২ PM
আপডেট: ০২ জানুয়ারী ২০২০, ০৪:২২ PM

bdmorning Image Preview


ইংল্যান্ডের রবি বোপারার অনবদ্য হাফ-সেঞ্চুরিতে সিলেট পর্বের প্রথম ও বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ২৯তম ম্যাচে রংপুর রেঞ্জার্সের বিপক্ষে ২০ ওভারে ৪ উইকেটে ১৭৯ রান করেছে রাজশাহী রয়্যালস।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নেয় রংপুর রেঞ্জার্স। ব্যাট হাতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন রাজশাহীর দুই ওপেনার লিটন দাস ও আফিফ হোসেন। ৪ ওভারে ৪৮ রান যোগ করেন তারা। এরমধ্যে ১২ বলে ২৯ রান ছিলো আফিফের।

পঞ্চম ওভারের পঞ্চম বলে রংপুরের পেসার মুস্তাফিজুর রহমানের বলে আউট হন লিটন। ১৫ বলে ১৯ রান করেন তিনি। পরের ওভারে আফগানিস্তানের মোহাম্মদ নবীর বলে বিদায় নেন আফিফও। ২টি চার ও ৩টি ছক্কায় ১৭ বলে ৩২ রান করেন তিনি। এরপর দলের হাল ধরেন ভারপ্রাপ্ত অধিনায়ক পাকিস্তানের শোয়েব মালিক। ইরফান শুক্কুরকে নিয়ে বড় জুটির চেষ্টায় ছিলেন তিনি। কিন্তু বেশি বড় হয়টি জুটিটি। ২০ বলে ২০ রান করে স্পিনার আরাফাত সানির বলে আউট হন শুক্কুর।

তবে চতুর্থ উইকেট জুটিতে মারমুখী মেজাজে ৩৪ বলে ৪৮ রান দলকে উপহার দেন মালিক ও বোপারা। ১৭তম ওভারে দলীয় ১৩২ রানে আউট হন মালিক। ৩১ বলে ৪টি চারে ৩৭ রান করে মুস্তাফিজের বলে আউট হন মালিক। মালিক ফিরলে ইনিংসের শেষদিকে দ্রুত রান তুলে রাজশাহীকে বড় সংগ্রহ এনে দেন বোপারা। ৪ উইকেটে ১৭৯ রানের সংগ্রহ পায় রাজশাহী।

ইনিংসের শেষ ওভারে মুস্তাফিজকে শেষ তিন বলে তিনটি বাউন্ডারি মেরে ২৯ বলে হাফ-সেঞ্চুরি তুলে মাঠ ছাড়েন বোপারা। ৪টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৫০ রান করেন তিনি। পাকিস্তানের মোহাম্মদ নওয়াজকে নিয়ে পঞ্চম উইকেটে ২১ বলে অবিচ্ছিন্ন ৪৭ রান যোগ করেন বোপারা। ৯ বলে ২টি চারে ১৫ রানে অপরাজিত থাকেন নাওয়াজ। রংপুরের মুস্তাফিজুর ৪১ রানে ২ উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর :
রাজশাহী রয়্যালস : ১৭৯/৪, ২০ ওভার (বোপারা ৫০*, মালিক ৩৭, মুস্তাফিজুর ২/৪১)।

Bootstrap Image Preview