Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিপিএলে ফিরে রোমাঞ্চিত শেহজাদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০২০, ০৪:০২ PM
আপডেট: ০২ জানুয়ারী ২০২০, ০৪:১২ PM

bdmorning Image Preview


গত দুই বছর দুর্ভাগ্যজনকভাবে আসতে পারেনি পাকিস্তানি আহমেদ শেহজাদ, এবার আসতে পেরে খুশি। আমার পছন্দের কোচকে পাচ্ছি এখানে, মিস্টার সালাউদ্দিন। আমি তাঁর অধীনে খেলতে পছন্দ করি। দ্বিতীয়বারের মতো খেলছি তাঁর সঙ্গে।

প্রথমবার শিরোপা জয় করেছিলাম কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। এবারও শিরোপা জয়ের চেষ্টা থাকবে। তামিম ইকবাল, আমার খুবই ভালো বন্ধু, খুবই স্টাইলিস্ট ওপেনার, বাঁহাতিদের মধ্যে তাঁর খেলা খুবই পছন্দ করি। মাশরাফি বিন মুর্তজা, আমরা সবাই জানি বাংলাদেশ ক্রিকেটের জন্য তিনি কী করেছেন। দীর্ঘদিন ধরে দলকে নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। তিনি তরুণদের জন্যও অনুপ্রেরণা। আমি কাল এসেছি। আজ আমার প্রথম ট্রেনিং সেশন গেল। খুবই উপভোগ করলাম প্রতিটি মুহূর্ত। দলে বেশ কিছু তরুণ ক্রিকেটার আছে। পরের ম্যাচে কিছু করার জন্য মুখিয়ে আছি। 

সে আরও বলেন তার দল নিয়ে সে স্বাচ্ছন্দ্যে থাকতে চাই না। পরের রাউন্ডের আগে আমাদের আরও ৪ ম্যাচ আছে। আমরা সেরা দুই দলের মধ্যে থাকতে চাই। এটাই প্রাথমিক লক্ষ্য। আর সবসময়ই জয়ের ছন্দ সঙ্গে নিয়ে নক আউটে যাওয়া ভালো। 

তার মতে দলের শক্তির জায়গা স্থানীয় ক্রিকেটারদের। যেমন তামিম ইকবাল। সে টপ অর্ডার ব্যাটসম্যান, বাঁহাতি, খুবই স্ট্রাইলিস্ট। যেদিন সে খেলবে, দুনিয়ায় কেউ নেই যে তাঁকে থামাতে পারবে। মাশরাফি বিন মুর্তজা আরেকজন। বিদেশিদের জন্য কাজটা সহজ হয়ে যায়। আপনি শুধু এসে দলের সঙ্গে সহজেই মিশে যেতে পারেন। এমন ভাবেই সকলের প্রশংসা করলেন তিনি।

Bootstrap Image Preview