Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তান নিরাপদ আগেও ছিল, এখনও আছেঃ আহমেদ শেহজাদ 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০২০, ০৩:৩৯ PM
আপডেট: ০২ জানুয়ারী ২০২০, ০৩:৩৯ PM

bdmorning Image Preview


চলতি মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা বাংলাদেশের। কিন্তু  নিরাপত্তা জনিত কারণে পাকিস্তান গিয়ে টেস্ট সিরিজ খেলতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে সাত দিনের সফরে টি-টয়েন্টি সিরিজ খেলতে আগ্রহী বিসিবি।

এই সিরিজ নিয়ে এখনো দুই বোর্ডের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে। তবে বিসিবির প্রস্তাব মানতে চাচ্ছে না পিসিবি।তাদের দাবি তাঁরা বাংলাদেশকে সর্বোচ্চ নিরাপত্তা দেবে।

তাঁরা (পিসিবি) বিসিবির কাছে যে মেইল পাঠিয়ে ছিলেন সেখানে লেখা আছে,  ‘অবশ্যই আমরা শুধু টি-টোয়েন্টি নয়, টেস্ট সিরিজেও বাংলাদেশকে চাই।’

পিসিবির এমন প্রস্তাবে

বিসিবির বক্তব্য অনেকটা এরকম, ‘আামরা আগে এক সপ্তাহের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে আসি। তারপর অবস্থা বুঝে ব্যবস্থা নেবো।’ 

কিন্তু পাকিস্তানকে সম্পূর্ণ নিরাপদ দেশ বলছেন সেই দেশের তারকা খেলোয়াড় আহমেদ শেহজাদ, আমি মনে করি পাকিস্তান নিরাপদ দেশ। আগেও ছিল, এখনও আছে। আমাদের সেনারা আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনার জন্য যা করার তাই করছে। তাঁরা খুবই ভালো নিরাপত্তা ব্যবস্থা দিচ্ছে খেলোয়াড়দের। আর আমরা সবাই জানি পাকিস্তানিরা কতোটা অতিথিপরায়ণ হতে পারে। শ্রীলঙ্কা সফর করে গেল কদিন আগে। সফরটা খুবই সফল ছিল। কৃতিত্ব তাদের দিতে হয় যারা এর পেছনে কাজ করছে, যারা পর্দার পেছনে কাজ করছে, দেশে ক্রিকেট ফিরিয়ে আনার জন্য। তবে এটা সম্পূর্ণ বাংলাদেশ ক্রিকেটের সিদ্ধান্ত। তাঁরা যেটা মনে করে সেটাই করা উচিত। তবে আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করলে, আমি পাকিস্তানে গিয়ে সুন্দর উইকেট ও সুন্দর আতিথিয়তা ও খাবার উপভোগ করতাম। আমার জন্য ক্রিকেট খেলার আদর্শ জায়গা পাকিস্তান। '
 

Bootstrap Image Preview