Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিপিএল খেলতে সানন্দে রাজি আমলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০২০, ০৩:৩০ PM
আপডেট: ০২ জানুয়ারী ২০২০, ০৩:৩০ PM

bdmorning Image Preview


বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতি এবং পরিবেশের ভূয়সী প্রশংসা করেছেন হাশিম আমলা। খুলনা টাইগার্সের হয়ে বঙ্গবন্ধু বিপিএলে খেলতে আসা এই প্রোটিয়া তারকা মাঠে নামার জন্য মুখিয়ে আছেন। 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশে পা রাখেন দক্ষিণ আফ্রিকার এই ডানহাতি ব্যাটসম্যান। সবকিছু ঠিক থাকলে শুক্রবার (৩ ডিসেম্বর) মাশরাফি বিন মুর্তজার ঢাকা প্লাটুনের বিপক্ষে খেলতে নামবেন তিনি। এই ম্যাচের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমলা।

বাংলাদেশের ক্রিকেটের প্রশংসা করে তিনি বলেন, 'বাংলাদেশে খেলতে আমি অনেক পছন্দ করি। এর আগেও এখানে কয়েকবার এসেছি। এখানকার ক্রিকেটের পরিবেশ এবং সংস্কৃতি অসাধারণ। অবসরের পর আমি কিছু টি ১০ লিগে খেলেছি। খুলনা টাইগার্স আমাকে প্রস্তাব দিয়েছিল যদি আমি ফ্রি থাকতাম তাহলে খেলতে, আমি সানন্দে রাজি হতাম।' 

বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা হলেও এবারই প্রথম বিপিএলে খেলতে আসলেন আমলা। এই প্রথমের অভিজ্ঞতা অর্জনের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছেন দক্ষিণ আফ্রিকার হয়ে ৪৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটার।

আমলা বলেন, 'খুলনার প্রস্তাবটি আমার ভালো লেগেছে। অবশ্যই বিবিপিএল এমন একটি টুর্নামেন্ট যেখানে খেলার অভিজ্ঞতা আমি পেতে ইচ্ছুক। প্রত্যেক দেশের ক্রিকেটের আবহ আলাদা। বিবিপিএলে খেলার অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য আমি মুখিয়ে আছি।'

শুক্রবার (৩ ডিসেম্বর) ঢাকা প্লাটুনের বিপক্ষে নিজেদের আট নম্বর ম্যাচ খেলতে নামবে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন সিলেট থান্ডার। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে এই ম্যাচটি।   

Bootstrap Image Preview