Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অলিম্পিকে ভালো কিছু দেখাতে চায় স্কাই ব্রাউন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৯, ০৩:১৪ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৯, ০৩:১৪ PM

bdmorning Image Preview


স্কাই ব্রাউন। যুক্তরাজ্যের সবচেয়ে কমবয়সী অলিম্পিয়ানের খাতায় নাম লেখাতে যাচ্ছেন ১১ বছর বয়সী এই স্কেটবোর্ডার। আসছে টোকিও অলিম্পিকে বিশ্বের সেরা নারী স্কেটবোর্ডার হিসেবে তুলে ধরতে চান নিজের প্রতিভাকে। এরই মধ্যে ইউরোপ, এশিয়া, দক্ষিণ আমেরিকায় স্কেটিং-য়ে নৈপুণ্য দেখিয়ে তাক লাগিয়ে দিয়েছেন স্কাই। তার এমন কিছু স্কেটিং দক্ষতা আছে যা এর আগে কোন নারী স্কেটবোর্ডার কখনো করে দেখাতে পারেননি।

১১ বছর বয়সী স্কেটবোর্ডার স্কাই ব্রাউন বলেন, এক্স গেমসে আমি ফ্রন্ট-সাইড ৫৪০ করেছি। যা এর আগে কোন মেয়েই করে দেখাতে পারেনি। সত্যি কথা বলতে আমি এটা চেয়েছি যে, স্কেটিং-এ এমন কিছু করবো যেনো সবাই মনে রাখে।

তিনি বলেন, টোকিও অলিম্পিকে যাওয়ার বিষয়ে আমার বাবা-মা প্রথমে সন্দিহান ছিলেন। কারণ তারা চায়নি আমি এত অল্প বয়সে এত চাপ নেই। কিন্তু স্কেটবোর্ডিং এর বস লুসি অ্যাডাম আমাকে আশ্বস্ত করে বললেন, আমার এখান থেকে বের হওয়া উচিত। অলিম্পিকে যাওয়া উচিত। এরপরেই সিদ্ধান্ত নিলাম, আমি যাবো। আমার পরিবারের জন্য হলেও, অলিম্পিকে ভালো কিছু করে দেখাতে চাই আমি।

Bootstrap Image Preview