Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দলে ফিরলেন অ্যান্ডারসন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৯, ১১:৫২ AM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৯, ১১:৫২ AM

bdmorning Image Preview


‘ফিট’ সার্টিফিকেট নিয়ে আন্তর্জাতিক সার্কিটে কামব্যাক করছেন ইংরেজ পেসার জেমস অ্যান্ডারসন। দক্ষিণ আফ্রিকা সফরে চলতি মাসের ২৬ তারিখ থেকে শুরু হতে চলা টেস্ট সিরিজে দলে ফিরলেন টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারি। 
অ্যান্ডারসন ছাড়াও ১৭ জনের স্কোয়াডে ফিরলেন আরেক পেসার মার্ক উড ও উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো।

গত অগাস্টে ডান পায়ের কাফ মাসলে চোট পেয়ে (রাইট কাফ টিয়ার) অ্যাশেজের প্রথম টেস্টের শুরুতেই মাঠ ছাড়তে হয়েছিল টেস্ট ক্রিকেটে ৫৭৫ উইকেটের মালিককে। এই চোট গোটা অ্যাশেজে তো বটেই, পরবর্তীতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু’টেস্টের সিরিজ থেকেও ছিটকে দেয় অ্যান্ডারসনকে। 

চলতি মাসের শুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ চলাকালীন দক্ষিণ আফ্রিকায় বিশেষ প্রস্তুতি  শিবিরে নিজের ফিটনেস ঝালাইয়ের কাজে ব্যস্ত ছিলেন অ্যান্ডারসন।
সূত্রঃকলকাতা

Bootstrap Image Preview