Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাশিয়া থেকে এস-৪০০ কেনায় তুরস্কের ওপর নিষেধাজ্ঞা চায় যুক্তরাষ্ট্রের সিনেটররা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৯, ০৪:৫৯ PM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৯, ০৪:৫৯ PM

bdmorning Image Preview


রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দুই প্রভাবশালী সিনেটর।

এ ব্যাপারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর কাছে আইনি পদক্ষেপ নেয়ার জন্য চিঠি দিয়েছেন তারা।

চিঠিতে তারা উল্লেখ করেন, ধৈর্যের সময় অনেক আগেই পার হয়ে গেছে। তাই আর দেরি না করে তুরস্কের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি পদক্ষেপ নিতে হবে। নয়তো অন্য দেশগুলোর কাছে যুক্তরাষ্ট্র সম্পর্কে ভুল বার্তা যাবে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, মার্কিন কংগ্রেসের রিপাবলিকান দলীয় সিনেটর লিন্ডসে গ্রাহাম এবং ডেমোক্রেট দলের সিনেটর ক্রিস ভ্যান হোলেন এ আহ্বান জানান।

নিষেধাজ্ঞা আরোপ করতে ব্যর্থ হলে অন্য দেশগুলো ধারণা করবে যে, কোনো রকমের বাধা ছাড়াই যুক্তরাষ্ট্রের বিরোধিতা করা যাবে। তাই ট্রাম্প প্রশাসনের এখনই সতর্ক হতে হবে বলে জানান সিনেটররা।

তুরস্ক বলছে, কারিগরি কারণে এস-৪০০’র দ্বিতীয় দফা চালান আনার বিষয়টি বন্ধ রয়েছে। আমার মনে হয় অচিরেই ওই চালান আসা শুরু করবে।

গত মাসে রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত সমরাস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানের প্রধান বলেছিলেন, এর আগে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী তুরস্ককে এস-৪০০ ব্যবস্থার বাকি অংশ সরবরাহের কাজ আগামী বছরের প্রথমার্ধে সম্পন্ন হবে।

আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে ২০১৭ সালের ডিসেম্বরে রাশিয়ার কাছ থেকে এই আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কেনার চূড়ান্ত চুক্তি সই করে আঙ্কারা।

গত জুলাই মাসে এ ব্যবস্থার প্রথম দফা চালান হাতে পায় আঙ্কারা। রাশিয়া ৩০টি বিমানে করে এস-৪০০’র গুরুত্বপূর্ণ অংশ তুরস্কের কাছে হস্তান্তর করে।

Bootstrap Image Preview