Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভিসা জটিলতায় দেশে ফিরতে পারছে না সাইফ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৯, ০৯:০৫ PM
আপডেট: ২৭ নভেম্বর ২০১৯, ০৯:০৫ PM

bdmorning Image Preview


ভারত সফরে লজ্জাজনক পারফর্মেন্সের সঙ্গে এবার যুক্ত হলো ভিসা জটিলতা। হাতে চোট পাওয়ায় ইডেন টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন সাইফ হাসান। তাকে দেশে না পাঠিয়ে দলের সঙ্গে রেখে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইডেন টেস্ট এই তরুণকে পানি টানতেও দেখা গেছে। বেচারা সাইফ এবার পড়েছেন মহা সমস্যায়। বাংলাদেশ দলের অধিকাংশ ক্রিকেটার কলকাতায় টেস্ট খেলে ইতিমধ্যেই দেশে ফিরলেও ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সাইফ আটকা পড়েছেন কলকাতায়!

গত জুনে বিসিবি একাদশের হয়ে খেলতে ভারতে আসার আগে ভিসা করেছিলেন সাইফ। তার সেই ভিসার মেয়াদ ছিল ৬ মাস। এই মেয়াদ ছিল ২৪ নভেম্বর পর্যন্ত। ওই দিন সকালেই বাংলাদেশ ইডেন টেস্ট হেরে যায়। পরের দিন ২৫ নভেম্বর সাইফ দেশের ফ্লাইট ধরতে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু বিমানবন্দরে গিয়েছিলেন। সেখানে জানানো হয়- তার ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তাই তিনি আন্তর্জাতিক ফ্লাইটে চড়তে পারবেন না। বাধ্য হয়ে তাই সাইফকে বাংলাদেশ বিমানের বোর্ডিং থেকে ফিরে আসতে হয় হোটেলে।

২৫ নভেম্বর দেশে ফিরে আসেন আবু জায়েদ চৌধুরী রাহী, এবাদত হোসেন ও সাদমান ইসলাম। সাইফের তাদের সাথেই দেশে ফেরার কথা ছিল। বাকি তিন ক্রিকেটার দেশে ফিরলেও সাইফকে বাংলাদেশ বিমানের বোর্ডিং থেকে ফিরিয়ে দেওয়া হয়। অবশ্য দলের বেশ কজন ক্রিকেটার এখনো কলকাতায় রয়ে গেছেন। সাইফ তাদের সাথেই আছেন। তাই খুব একটা অসুবিধা হচ্ছে না। তবে তার ভিসা জটিলতা নিরসনে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সহায়তা নেওয়া হচ্ছে। জটিলতা দূর হলে আজ বুধবার কিংবা আগামীকাল বৃহস্পতিবার বাকিদের সাথে দেশে ফিরবেন সাইফ।

সাইফ ছাড়াও এখনো কলকাতায় রয়েছেন মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, লিটন দাস, মেহেদী হাসান, তাইজুল ইসলাম ও নাঈম হাসান। কিন্তু এমন পরিস্থিতি হওয়ার জন্য কে দায়ী- এমন প্রশ্ন উঠেছে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে। কেন সাইফকে ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই দেশে না পাঠিয়ে রেখে দেওয়া হলো- তার কোনো জবাব নেই। ইডেন টেস্টের আগেই তাকে দেশে ফেরত পাঠানো যেত। কিন্তু সিরিজের শেষদিকে যে তার ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, সেদিকে টিম ম্যানেজমেন্ট বা বিসিবির কারও খেয়ালই ছিল না। সাইফের এভাবে ভিসা জটিলতায় পড়া ভারত সফরে টিম ম্যানেজমেন্টের অগোছালো অবস্থাই তুলে ধরল।

Bootstrap Image Preview