Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শীতে গরুর জন্য জ্যাকেটের ব্যবস্থা করছে বিজেপি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৯, ১০:০২ AM
আপডেট: ২৫ নভেম্বর ২০১৯, ১০:০২ AM

bdmorning Image Preview


শীতের কথা মাথায় রেখে গরুদের জন্য পাটের জ্যাকেট কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারতের উত্তরপ্রদেশের বিজেপি শাসিত অযোধ্যা পৌরসভা। ওই পৌরসভা সূত্রের খবর, গরুদের জন্য প্রতিটি জ্যাকেটের দাম ধরা হয়েছে ২৫০ টাকা থেকে ৩০০ টাকা।

দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ইতিমধ্যে প্রথম দফায় গরুদের জন্য ১০০টি জ্যাকেট তৈরির বরাদ্দ দেয়া হয়েছে এল গোয়ালাকে। আর সেগুলো নভেম্বর মাসের মধ্যেই হাতে পাবে প্রশাসন।

অযোধ্যা নগর নিগমের কমিশনার নীরজ শুক্লা বলেছেন, ‘আমরা গরুদের জন্য জ্যাকেট কেনার সিদ্ধান্ত নিয়েছি। তিন থেকে চারটি পর্যায়ে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। বৈশিংপুর গোশালা থেকে এই প্রকল্পের কাজ শুরু হবে। এখানে ৭০০ ষাঁড়-সহ মোট প্রায় ১২০০ গবাদি পশু আছে। প্রাথমিকভাবে আমরা বাছুরদের জন্য ১০০টি জ্যাকেট কেনা হচ্ছে। পরে আরও জ্যাকেট কেনা হবে।’

পৌরসভা সূত্রে আরো জানা যায়, বাছুরদের জন্য যে জ্যাকেট তৈরি হচ্ছে তাতে তিনটি স্তর থাকবে। একেবারের শেষ স্তরে পাটের পরিবর্তে অন্য কোনও গরম মোলায়েম কাপড় ব্যবহার করতে বলা হয়েছে। এছাড়া গরু এবং ষাঁড়দের জন্য তৈরি জ্যাকেটের নকশাও সম্পূর্ণ আলাদা। ষাঁড়দের তৈরি জ্যাকেট শুধুমাত্র পাটের তৈরি হবে। কিন্তু গরুদের জ্যাকেটে থাকবে দু'টি স্তর।

এছাড়াও শীতের মৌসুমে গরুদের যাতে কষ্ট না হয় সে জন্য প্রতিটি গোশালায় বনফায়ারের ব্যবস্থা করেছে প্রশাসন। একইসঙ্গে গোশালার মেঝেতে বিছিয়ে দেওয়া হবে খড়।

বিজেপি শাসিত অযোধ্যা পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, গরুদের কাছে পরিষেবা দেওয়া তাদের অন্যতম লক্ষ্য।

Bootstrap Image Preview