Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বড়শিতে উঠল ১৮ কেজির বিশাল মাছ, নিলামে বিক্রি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৯, ১২:০৮ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৯, ১২:০৮ PM

bdmorning Image Preview


বড়শিতে ঠেকল দানবাকৃতি একটি মাছ। যার ওজন ১৮ কেজি ৫০০ গ্রাম! মঙ্গলবার ভারতের হাওড়ার উলুবেড়িয়া নামক স্থানের গঙ্গানদীতে এই মাছ ধরা পড়ে।

এনডিটিভি জানিয়েছে, প্রতিদিনের মতো মঙ্গলবারেও বড়শি নিয়ে মাছ ধরতে যান স্থানীয় এক তরুণ। দিনটি যে তার জন্য সৌভাগ্যের তা বোঝা গেল বড়শি ফেলার কিছুক্ষণ পরেই। তরুণ অনুভব করেন যে, তার বড়শিতে এমন জীবন্ত কিছু আটকা পড়েছে যার শক্তি মানুষের সমানই। খুব কষ্টে বড়শি টেনে ওপরে তোলার পর দেখেন বিশালাকারের এক মাছের গলা আটকে আছে বড়শির কাঁটায়।

উৎফুল্ল হয়ে সেই মাছটি কয়েকজনের সাহায্যে কাঁধে বহন করে স্থানীয় ফুলেশ্বর বাজারে নিয়ে যান। ওজন করে সবার চোখই ছানাবড়া।

১৮ কেজি ৫০০ গ্রাম ওজনের মাছটি দেখতে তখনই ভিড় জমায় এলাকাবাসী। তারা একে দৈত্যাকৃতির ভেটকি মাছ বলেন।

পরে সেই তরুণ বিশালাকার মাছটিকে নিলামে তুললে ফুলেশ্বর বাজারের এক মাছ বিক্রেতা ১২ হাজার টাকায় কিনে নেন। তিনি একে টুকরো করে বেচে দিলে ১৪ হাজার টাকা জমা পড়ে তার ঝুলিতে।

Bootstrap Image Preview