Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জেরুজালেমের আল-রাসাসি মসজিদ বন্ধ করে দিল ইসরাইল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৯, ০৪:৩৪ PM
আপডেট: ২১ নভেম্বর ২০১৯, ০৪:৩৪ PM

bdmorning Image Preview


ইসলামের তৃতীয় পবিত্র স্থান আল-আকসার কাছেই অবস্থিত জেরুজালেমের আল-রাসাসি মসজিদ। আগামী ছয় মাসের জন্য মসজিদটি বন্ধ ঘোষণা করেছেন ইসরাইল।

এছাড়া জেরুজালেমে ফিলিস্তিনের রাষ্ট্রীয় টেলিভিশনের অফিস ও ফিলিস্তিনি জাতীয় শিক্ষা অধিদফতরও ছয় মাসের জন্য বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। তাদের অভিযোগ, জেরুজালেমে ধর্মীয় ওয়াকফ কর্তৃপক্ষ মসজিদটির একটি অংশকে অফিস হিসেবে ব্যবহার করছে।

জেরুজালেমের ইসলামিক ওয়াকফ জানিয়েছে, ১২৩ জনের মতো দখলদার পুলিশ প্রহরায় আল-আকসায় প্রবেশ করে।

প্রসঙ্গত, ইহুদিদের দাবি প্রাচীনকালে এখানে তাদের দুটি মন্দির ছিল। ১৯৬৭ সালের যুদ্ধ ইহুদিরা পূর্ব জেরুজালেম দখল করে নিয়ে যায়।

Bootstrap Image Preview