Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মদ বিক্রি বাড়াতে আইন সহজ করল আমিরাত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৯, ০৯:৩১ PM
আপডেট: ২৪ অক্টোবর ২০১৯, ০৯:৩১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্র-নিয়ন্ত্রিত দোকান থেকে পর্যটকরা যেন মদ কিনতে পারেন, সে ব্যাপারে আইন শিথিল করা হয়েছে। আগের আইনানুসারে কেবল লাইসেন্সধারী বাসিন্দারা সেইসব দোকান থেকে মদ কিনতে পারতেন। 

সংবাদ সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতে মদ বিক্রির পরিমাণ গত এক দশকের মধ্যে প্রথমবারের মতো কমে গেছে। সে কারণেই এ ধরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন এ আইনে দুবাই প্রথমবারের মতো ভ্রমণকারীদের মদ কেনার অনুমতির ব্যবস্থা করেছে। দেশটিতে অর্থনৈতিক মন্দার কারণে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

যদিও আগে থেকেই মদ পরিবেশকরা কারো গ্লাসে মদ ঢালার আগে অনুমতিপত্র দেখতে চাইতো না। দুবাইয়ে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার পাশাপাশি পারস্য উপসাগর তীরে রয়েছে অনেক রিসোর্ট। সেসবের টানে সারাবিশ্ব পর্যটকরা ছুটে যায় সেখানে।

ঘুরে বেড়ানো ছাড়াও নানা রেস্তোরাঁর খাবার উপভোগের পাশাপাশি পর্যটকরা সেখানে মদ্যপানও করে। জানা গেছে, মধ্যপ্রাচ্যের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে সবচেয়ে বেশি পরিমাণ মদ বিক্রি হয়। সে দেশে মাথাপিছু বছরে মদ্যপানের পরিমাণ তিন দশমিক আট লিটার।

Bootstrap Image Preview