Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিরোধীদের দাবির মুখে পদত্যাগ করব না: ইমরান খান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৯, ০৪:১৫ PM
আপডেট: ২৪ অক্টোবর ২০১৯, ০৪:১৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, বিরোধীদের দাবির মুখে তিনি পদত্যাগ করবেন না। ইমরান খানের পদত্যাগের দাবিতে যখন জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান রহমানের নেতৃত্বে কথিত আজাদি মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে তখন ইমরান খান দেশটির সিনিয়র সাংবাদিকদের একথা বললেন। 

তিনি বলেন, গণমাধ্যমকে সাক্ষাৎকার দেয়ার ব্যাপারে মাওলানা ফজলুর রহমানের ওপর কোনো বিধিনিষেধ নেই। গতকাল (বুধবার) পাকিস্তানের সিনিয়র সাংবাদিক এবং টেলিভিশনের সঞ্চালকদের সঙ্গে বৈঠকে ইমরান খান আরো বলেন, মাওলানা ফজলুর রহমানের সঙ্গে আলোচনা চলছে তবে বিরোধীদেরকে সংলাপের ব্যাপারে খুব আন্তরিক মনে হচ্ছে না।

ইমরান খান বলেন, “আমরা সরকারের পক্ষ থেকে আলোচনার জন্য একটি কমিটি গঠন করে দিয়েছি এবং একথা বলেছি যে, বিরোধীরা শান্তিপূর্ণ প্রতিবাদ করলে আমরা আলোচনার জন্য প্রস্তুত রয়েছি।”

নিজের পদত্যাগের ব্যাপারে ইমরান খান বলেন, কোনো পরিস্থিতিতে তিনি পদত্যাগ করবেন না। তিনি বলেন, এটি পরিষ্কার নয় যে, বিরোধীরা আসলে কি চান।

 

Bootstrap Image Preview