Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কাশ্মীরে দমনপীড়ন চালাচ্ছে কাপুরুষ মোদি: ইমরান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪৯ AM
আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪৯ AM

bdmorning Image Preview


অবরুদ্ধ জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের প্রতি সংহতি প্রকাশ করে আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদে শুক্রবার প্রতিবাদ র‌্যালি করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

পরে এক সমাবেশে ভাষণ দেন তিনি। পাক প্রধানমন্ত্রী বলেন, ‘কাশ্মীরে বিক্ষোভ এবং ভিন্ন মতাবলম্বীদের ওপর ভারতের দমনপীড়ন বিশ্বের আরও অনেক মুসলিমকে উগ্রবাদের দিকে ঠেলে দেবে। কাপুরুষ মোদি কাশ্মীরের জনগণের ওপর দমনপীড়ন চালাচ্ছে।’ খবর ডনের।

ভারতের কেন্দ্রীয় সরকার গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করে রাজ্যটিকে কেন্দ্রশাসিত দুটি আলাদা অঞ্চলে ভাগের সিদ্ধান্ত ঘোষণা করে। তারপর থেকেই অঞ্চলটিতে অস্থিরতা বিরাজ করছে।

কাশ্মীর কর্তৃপক্ষ এ পর্যন্ত প্রায় ৪ হাজার জনকে গ্রেফতারও করেছে বলে এক সরকারি প্রতিবেদনে উঠে এসেছে। কাশ্মীর পরিস্থিতিতে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে উত্তেজনা বেড়েছে ভারতের।

Bootstrap Image Preview