Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাশিয়ায় দামি সোফা সরিয়ে দিয়ে সাধারণ চেয়ারে বসলেন মোদি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৩১ PM
আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৩১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাশিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ফের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে এক হাই প্রোফাইল সভায় মোদি আরামদায়ক, অভিজাত সোফা সরিয়ে চেয়ারে গিয়ে বসেন। 

এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, ভারতীয় কূটনৈতিক দল ও আমলাদের সঙ্গে সভাকক্ষে মোদি প্রবেশ করছেন।

দেখা যায়, চেনা কায়দাতেই তিনি রাজকীয়ভাবে উপস্থিত হন সভায়। আর গিয়েই আয়োজকদের উদ্দেশে সোফাকে নির্দিষ্ট করে কিছু একটা বলতে থাকেন। এরপরই আয়োজকরা সেখান থেকে সোফা সরিয়ে নেন। জায়গায় বসে চেয়ার।

আর সেই চেয়ার অন্যদের সঙ্গে বসেই অনুষ্ঠানে অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী। এই গোটা ঘটনার ভিডিও প্রকাশ করেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।

তবে প্রশ্ন উঠতেই পারে, কেন এমনভাবে সোফা সরিয়ে চেয়ারে কেন বসলেন? যার উত্তরে পীযূষ গোয়েল জানান, শুধুমাত্র সভায় উপস্থিত বাাকিদের সঙ্গে একই চেয়ারে বসতে অনুষ্ঠান দেখতে চেয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। তার জন্য কোনো আলাদা আয়োজন হোক সভায়, তা তিনি চাননি। পীযূষ গোয়েলের দাবি মোদি এখানেই ‘অতি সাধারণ’। ওয়ান ইন্ডিয়া

Bootstrap Image Preview