Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কাশ্মীর সীমান্তে বিপুল সংখ্যক সেনা মোতায়েন পাকিস্তানের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৪ AM
আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৪ AM

bdmorning Image Preview


কাশ্মীর সীমান্তে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে পাকিস্তান। নিয়ন্ত্রণরেখার কাছাকাছি এক ব্রিগেডের সমান প্রায় ২০০০ পাক সেনা মোতায়েন করেছে ইসলামাবাদ। তাদের কার্যকলাপের উপর নজরদারি করছে ভারতীয় সেনারাও।

ভারতীয় সেনা বাহিনীর সূত্রে বৃহস্পতিবার আনন্দবাজারের খবরে বলা হয়, পাকিস্তানের অভ্যন্তরে শান্তিপূর্ণ এলাকা থেকে সম্প্রতি প্রায় ২০০০ সেনা জওয়ান মোতায়েন করা হয়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে।

নিয়ন্ত্রণ রেখা থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে বাগ এবং কোটি সেক্টরেতারা ঘাঁটি গেড়েছে। ভারতীয় সেনার পক্ষ থেকে তীক্ষ্ণ নজর রাখা হয়েছে তাদের গতিবিধির উপর।

নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের ১০০ এসএসজি কমান্ডো মোতায়েন করার খবর আগেই পেয়েছিল ভারতীয় সেনা। পাকিস্তানের দিক থেকে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে পাক সেনার গোলাবর্ষণ চলছিল।

জবাবে গোলাবর্ষণে অন্তত ১০ জন কম্যান্ডোর মৃত্যু হয়েছে বলে ভারতীয় সেনা সূত্রে দাবি করা হয়েছে। কিন্তু নতুন করে এই বিপুল সংখ্যক সেনা মোতায়েনের উদ্দেশ্য এখনও স্পষ্ট নয় ভারতীয় সেনা কর্তাদের কাছে।

Bootstrap Image Preview