Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতীয় সীমান্তে পাকিস্তানের হাজারো সেনা, উত্তেজনা চরমে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৪১ PM
আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৪১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


জম্মু-কাশ্মীর সঙ্কট ঘিরে এরইমধ্যে তীব্র উত্তেজনা চলছে ভারত ও পাকিস্তানের মধ্যে। উত্তেজনার অংশ হিসেবে নতুন করে যুক্ত হলো, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি অন্তত এক ব্রিগেড সেনা সদস্য জড়ো করেছে পাকিস্তান। 

পাকিস্তানের দখলকৃত কাশ্মীর সীমান্তের বাঘ এবং কোটলি সেক্টর ঘেঁষে প্রায় ২ হাজার পাক সেনা সদস্যের উপস্থিতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। ভারত বলছে, একটি শান্তিপূর্ণ অবস্থান থেকে ওই সেনাদের সীমান্তে নিয়ে এসেছে পাকিস্তান সেনাবাহিনী। এই মুহূর্তে তারা নিয়ন্ত্রণ রেখার ৩০ কিলোমিটার এলাকায় অবস্থান করছে।

ভারতীয় সেনাবাহিনী সূত্রে বলা হয়, বর্তমানে এ সেনাদের আক্রমণাত্মক ভঙ্গিতে মোতায়েন করেনি পাকিস্তান। তবে ভারতীয় সেনাবাহিনী পাক সেনাদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সীমান্তের পাকিস্তান সেনাবাহিনী সেনা সদস্যদের এমন এক সময় জড়া করেছে, যখন পাকিস্তানে লস্কর-ই-তৈয়বা এবং জয়েশ-ই-মোহাম্মদের মতো জঙ্গিগোষ্ঠীগুলোতে স্থানীয় এবং আফগান তরুণদের দলে টানার কাজ চলছে।

সীমান্তে পাকিস্তান সেনাবাহিনী যে সেনা সদস্যদের নিয়ে এসেছে তাদের পরিমাণ প্রায় এক ব্রিগেডের মতো। এ সদস্যদের সংখ্যা ২ হাজারের বেশি হতে পারে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, গত ৫ আগস্ট ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল হওয়ার পর কাশ্মীর সীমান্তে শতাধিক এসএসজি কমান্ডো মোতায়েন করেছে। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী গোলাবর্ষণ করলে অন্তত ১০ পাকিস্তানি এসএসজি কমান্ডো নিহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনীরও বেশ কয়েকজন সদস্য পাকিস্তানের গুলিতে প্রাণ হারিয়েছেন।

Bootstrap Image Preview