Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতকে ২২ টুকরো করার হুমকি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০১:২৯ PM
আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০১:২৯ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ হুমকি দিয়ে বলেছিলেন, পাকিস্তানের স্মার্ট বোমা দিয়ে ভারতকে ২২ টুকরো করে ফেলা যাবে। 

মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হয়েছে। 

শেখ রশিদ জানান, পাকিস্তানের পরমাণু বোমাগুলির ওজন বেশি নয়, মাত্র ১২৫ থেকে ২৫০ গ্রাম। কিন্তু তার ব্যপকতা মারাত্মক। সেগুলো ভারতকে ২২টি টুকরো করে দিতে সক্ষম। এই ধরণের স্মার্ট বোমাগুলি ভারতের কিছু নির্দিষ্ট করা ও চিহ্নিত স্থানে ফেলা হবে, যাতে ভারত আর ঘুরে দাঁড়াতে না পারে।

পাক মন্ত্রী বলেন, জাতিসংঘের কথা শুনে কাশ্মীর নিয়ে ভারত যদি কোনও স্বার্থক পদক্ষেপ নেয়, তবেই পাকিস্তান আলোচনার জন্য এগোবে। এরই সাথে রশিদ নয়াদিল্লিকে সতর্ক করে বলেন, চাইলেই পাকিস্তানের সঙ্গে যুদ্ধ এড়াতে পারে ভারত।

কিন্তু যদি যুদ্ধ বাঁধে তবে ভারতকে ২২ টুকরো করে দেওয়ার ক্ষমতা রাখে পাকিস্তান।

এর আগে অক্টোবর বা নভেম্বরেই ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

Bootstrap Image Preview