Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার না করার ঘোষণা ইমরান খানের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩০ AM
আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩০ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহারের ঘোষণা থেকে সরে আসলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল সোমবার লাহোরের পূর্বাঞ্চলে শিখ সম্প্রদায়ের একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ ঘোষণা দেন। 

এর আগে দেশটির অর্থনীতির জন্য হুমকি না হলে শত্রুকে প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার করার কথা বললেও এবার তা থেকে সরে আসলেন ইমরান খান। ।রয়টার্সের উদ্ধৃতি দিয়ে এ কথা জানিয়েছে এনডিটিভি।   

পাক প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দুজনেই পরমাণু অস্ত্রশালী দেশ। যদি এই উত্তেজনা বাড়ে, তবে বিশ্বের পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে’।

এসময় তিনি আরও বলেন, ‘আমাদের দিক থেকে কখনই পরমাণু অস্ত্রের প্রথম ব্যবহার হবে না।

এর আগে গত শুক্রবার নিউইয়র্ক টাইমসে লেখা এক উপ-সম্পাদকীয়তে পাক প্রধানমন্ত্রী ইমরান খান লিখেছিলেন, ‘পাকিস্তানের প্রথম পরমানু অস্ত্র ব্যবহার নীতি রয়েছে।  দেশের অর্থনীতির ক্ষতি না হলে পাকিস্তান তা ব্যবহার করবে।

ইমরান খানের এ লেখা নিয়ে স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়ে যাওয়ার কথা। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ‘এটি পড়ার মতো সময় নেই।

এদিকে কয়েক সপ্তাহ আগে ভারতের ‘প্রথম পরমাণু অস্ত্র ব্যবহার নয় নীতি’ নিয়ে সমালোচনা করেছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

তিনি বলেন, ‘প্রথমে ব্যবহার নয়, এই নীতি বদলের অধিকার আটকে রেখেছে ভারত, কয়েক দশক ধরেই ভারতের পরমাণু নীতির কোণঠাসা নীতি এটি। সরকার কঠোরভাবে, প্রথমে ব্যবহার না করার নীতিতে রয়েছে, তবে ভবিষ্যতে কী হবে, তা পরিস্থিতির ওপর নির্ভর করছে।’

Bootstrap Image Preview