Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ড্রোন হামলার জবাবে ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০১৯, ১২:০০ PM
আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৯, ১২:০০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


গত সপ্তাহে লেবাননের বৈরুতে হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলের ড্রোন হামলার পাল্টা হামলা হিসেবে এবার ইসরায়েলে রকেট হামলা চালাল হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র শিয়া মুসলিম গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে ট্যাংক বিধ্বংসী কয়েকটি রকেট হামলা চালায়। 

বিবিসিকে বিষয়টি নিশ্চিত করে ইসরাইলি সেনাবাহিনীর একটি সূত্র বলেছে, গতকাল রোববার ইসরাইলি সেনা ক্যাম্প ও সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে রকেট হামলা চালায় হিজবুল্লাহ।

রকেট হামলায় কয়েকজন ইসরাইলি আহত হয়েছে দাবি করছে হিজবুল্লাহ। তবে ইসরায়েল এ দাবি অস্বীকার করে বলছে, এ হামলায় কেউ আহত হয়নি। 

এদিকে লেবানিজ সেনাবাহিনী জানিয়েছে, একটি ইসরাইলি ড্রোন লেবাননের আকাশ সীমায় ঢুকে দেশটির সীমান্ত এলাকার একটি বনাঞ্চলে বিস্ফারক দ্রব্য নিক্ষেপ করেছে।

ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) বলেছে, হিজবুল্লাহ দুই থেকে তিনটি ট্যাংক বিধ্বংসী মিসাইল নিক্ষেপ করেছে। এ মিসাইলগুলো আইডিএফ এর একটি ঘাঁটি ও একটি অ্যাম্বুলেন্সকে আঘাত করেছে।

টুইট বার্তায় আইডিএফ আরও বলেছে, ‘আমরা হিজবুল্লাহর ওপর আঘাত করেছি।  হিজবুল্লাহর আঘাতে আমাদের কেউ আহত হয়নি।’

Bootstrap Image Preview