Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের হস্তক্ষেপ চাইলেন লেবানন প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪৬ AM
আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪৬ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ইসরাইলের সঙ্গে লেবাননের সশস্ত্র প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর চলমান যুদ্ধাবস্থায় যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের হস্তক্ষেপ চেয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। দুই পক্ষের মধ্যে উত্তেজনা নিরসনে দেশদুটির সহায়তা কামনা করেন তিনি। 

আল জাজিরার বৈরুত প্রধান মাযিন ইব্রাহিম জানান, ইসরাইলের সঙ্গে হিজবুল্লাহর সংঘাতময় পরিস্থিতির বিষয়ে ইতিমধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং ফান্সের প্রেসিডেন্টের উপদেষ্টা ইমানুয়েল ম্যাক্রোঁনের উপদেষ্টা বৌনের সঙ্গে সাদ হারিরি যোগাযোগ করেছেন।

সংকট নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোনের সহায়তা চান তিনি।

বিগত কয়েক সপ্তাহ যাবত ইসরাইলের সঙ্গে লেবাননের সশস্ত্র প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উত্তেজনা চলছে। গত ২৫ আগস্ট লেবাননে দুটি ড্রোন দিয়ে ইসরাইল হামলা চালাতে চেষ্টা করে। এরপর থেকে হিজবুল্লাহর ভয়ে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছিল অবৈধ রাষ্ট্রটি।

এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই রোববার ইসরাইলের সীমান্তবর্তী এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। রোববার লেবাননের দক্ষিণ সীমান্তবর্তী আভিভিম অঞ্চলে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

হিজবুল্লাহর আল মানার টেলিভিশনের খবরে বলা হয়, আভিভিম অঞ্চলে অ্যান্টি ট্যাংক ক্ষেপণাস্ত্র হামলায় একটি ইসরাইলি সামরিক যান ধ্বংস হয়েছে। এতে ট্যাংকের ভেতরে একজন নিহত ও অপরজন আহত হয়েছেন বলে হিজবুল্লাহর পক্ষ থেকে দাবি করা হয়েছে।

হিজবুল্লাহর পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি স্বীকার করে ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, এ হামলায় তাদের একটি সামরিক যান বিধ্বস্ত হয়েছে। তবে এতে হতাহত হয়েছে কিনা তা এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছে ইসরাইল।

Bootstrap Image Preview