Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফের টেক্সাসে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০১৯, ১১:১২ AM
আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৯, ১১:১২ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


যুক্তরাষ্ট্রের টেক্সাসে আবারও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এবার বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তিন পুলিশ সদস্যসহ ২০ জন।পরে পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে প্রাণ হারায় ওই হামলাকারী।     

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে,গতকাল শনিবার স্থানীয় সময় বিকেল তিনটায় টেক্সাসের মিডল্যান্ডের রাস্তায় থাকা গাড়ি ও পথচারীদের  এলোপাতাড়ি গুলি চালালে হতাহতের এই ঘটনা ঘটে।

আনুমানিক ৩০ বছর বয়সী শ্বেতকায় বন্দুকধারীর হামলার উদ্দেশ্যে এখনো স্পষ্ট নয়।

পুলিশ জানিয়েছে, হামলাকারী গাড়িতে এসে প্রথমেই একজন পুলিশ সদস্যকে গুলি করে। তার পরেই সে তার গাড়িটি ছেড়ে সেখানে থাকা ডাক বিভাগের একটি গাড়ি নিয়ে এগোতে থাকে আর গুলিববর্ষণ করতে থাকে। 

এদিকে হামলার ব্যাপারে অবগত আছেন বলে এক টুইট বার্তায় জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চলতি মাসেই টেক্সাসে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বন্দুক হামলার ঘটনা ঘটল। এর আগে গত ৩ আগস্ট বন্দুকযুদ্ধে  ২২ জন নিহত হয়েছিলেন।  

 

Bootstrap Image Preview