Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কাশ্মীরে দোকান-স্কুল খুললেই মাথায় গুলি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ আগস্ট ২০১৯, ০৪:৫০ PM
আপডেট: ৩১ আগস্ট ২০১৯, ০৪:৫০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


কাশ্মীরে দোকান-স্কুল খুললেই মাথায় গুলি করার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, উত্তর কাশ্মীরের বারামুলা জেলার সোপোর এলাকার দোকানদারদের হুমকি দিচ্ছে জঙ্গিরা।

তারা বলছে, দোকান খোলা যাবে না। গাড়ি বের করা যাবে না; স্কুল বন্ধ রাখতে হবে; এমনকি রাস্তায় মেয়েদের বের হতেও নিষেধ করা হচ্ছে।

হিজবুল মুজাহিদিনের তরফে এক হুমকি চিঠিতে বলা হয়েছে, উপত্যকার মানুষের স্বাধীনতা শেষ হয়ে গিয়েছে। এর বিরুদ্ধে জোরদার লড়াইয়ের প্রয়োজন। এলাকার যেসব মানুষ দোকান খোলা রাখছেন তারা মানুষের মনে আঘাত করছেন। এদের প্রতি আমাদের শেষ হুঁশিয়ারি, এরকম করলে এবার আর পায়ে গুলি নয়, সরাসরি মাথাতেই গুলি করা হবে।

অন্যদিকে, পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বাও হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের সতর্কবার্তা মানা না হলে চরম মূল্য দিতে হবে। মনে করবেন না নীরব রয়েছি বলে আমরা দুর্বল। আমরা জানি কখন আঘাত হানতে হয়।

Bootstrap Image Preview