Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কাশ্মীরে ইস্যুতে সৌদি যুবরাজের সাথে ইমরানের ফোনালাপ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ আগস্ট ২০১৯, ১০:০৮ AM
আপডেট: ২৮ আগস্ট ২০১৯, ১০:০৮ AM

bdmorning Image Preview


ভারতীয় সংবিধান সংশোধনের মাধ্যমে ভূস্বর্গ খ্যাত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করায় অঞ্চলটিতে ইতোমধ্যে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উত্তেজনাকর এমন পরিস্থিতির রেশ এরই মধ্যে পড়তে শুরু করেছে চির প্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত ও পাকিস্তানেও। এমন অবস্থায় উপত্যকাটির সর্বশেষ পরিস্থিতি জানিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

বিশ্লেষকদের মতে, কাশ্মীরে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি নিশ্চিত করতে সৌদি আরবে এটা ইমরান খানের দ্বিতীয় ফোন কল। গত সোমবার (২৬ আগস্ট) স্থানীয় সময় রাতে টেলিফোনে সৌদি যুবরাজকে ভারত নিয়ন্ত্রিত উপত্যকাটির সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন পাক প্রধানমন্ত্রী।

এ দিকে সৌদি আরবে ফোন করার আগে একই দিন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন ইমরান খান। যেখানে তিনি ভারতীয় প্রধানমন্ত্রী কাশ্মীরের বিশেষ সুবিধা বাতিলের মাধ্যমে ঐতিহাসিক ভুল করেছেন বলেও মন্তব্য করেন।

ইমরানের ভাষায়, 'এখন এটা হলো কাশ্মীরি জনগণের সামনে এক ঐতিহাসিক সময়। কেননা ভারতের কাছ থেকে বহু দশকের লালিত স্বাধীনতার স্বপ্ন অর্জনের জন্য এটাই তাদের প্রকৃত সময়।

ভাষণে ইমরান খান বলেছেন, 'আমি কাশ্মীরিদের একজন দূত হিসেবে কাজ করতে চাই। যে কারণে ইস্যুটি আমি প্রতিটি ফোরামে তুলে ধরতেও প্রস্তুত।' তাছাড়া প্রতি সপ্তাহে কাশ্মীরিদের প্রতি সমর্থন জানিয়ে কিছু সময় বিক্ষোভ করার জন্য পাকিস্তানিদের প্রতি আহ্বান জানান এই প্রধানমন্ত্রী। 

গত ৫ আগস্ট (সোমবার) ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা রদের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করেছিল ক্ষমতাসীন মোদী সরকার। যার প্রেক্ষিতে পরবর্তীতে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে বিতর্কিত লাদাখ ও জম্মু ও কাশ্মীর সৃষ্টির প্রস্তাবেও সমর্থন জানানো হয়।

এসবের মধ্যেই চলমান কাশ্মীর ইস্যুতে পাক-ভারত মধ্যকার সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এরই মধ্যে একে একে ভারত সরকারের সঙ্গে বাণিজ্য, যোগাযোগসহ সব ধরনের সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে প্রতিবেশী পাকিস্তান। যদিও এমন সঙ্কটময় পরিস্থিতিতে ভারত পাশে পেয়েছে রাশিয়াকে এবং পাক সরকারের পাশে এসে দাঁড়িয়েছে এশিয়ার পরাশক্তি চীন ও মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ ইরান।

ভারতের কেন্দ্রীয় সরকারসহ রাজ্যের স্থানীয় প্রশাসন সেখানকার পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করলেও। কাশ্মীর জুড়ে এখনো সংঘর্ষ ও গ্রেফতারের ঘটনা ঘটছে বলে দাবি পাকিস্তানের।

অপর দিকে শ্রীনগরের এক পুলিশ কর্মকর্তা 'এনডিটিভি'কে জানান, উপত্যকার বিভিন্ন স্থান থেকে এখন পর্যন্ত প্রায় চার হাজারের বেশি লোককে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া নিরাপত্তা বাহিনীর অভিযানে এরই মধ্যে অজ্ঞাত অন্তত ৬০৮ জনের বিরুদ্ধে বিতর্কিত জন সুরক্ষা আইনে মামলা করা হয়েছে।

Bootstrap Image Preview