Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতের হাইড্রো পাওয়ার প্রজেক্ট নিয়ে চিন্তায় পাকিস্তান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০১৯, ০১:০৬ PM
আপডেট: ২৭ আগস্ট ২০১৯, ০১:০৬ PM

bdmorning Image Preview


কাশ্মীরের হাইড্রো পাওয়ার প্রজেক্ট নিয়ে পাকিস্তানকে রীতিমত চিন্তায় ফেলে দিয়েছে ভারত। এতে পাকিস্তান পানি সঙ্কটে পড়ে যাবে বলে মনে করছে দেশটির প্রশাসনিক কর্তারা। ভারতীয় গণমাধ্যমের দাবি পাকিস্তানের সিন্ধু পানি কমিশনের এক সাবেক কর্মকর্তা জানিয়েছেন, ‘ভারত যদি এই প্রজেক্টে সফল হয়, তাহলে পাকিস্তানের পানির উপর ভারতের নিয়ন্ত্রণ চলে আসবে।’

তিনি আরও বলেন, ‘এটা পাকিস্তানের জন্য একটা বড়সড় সতর্কবার্তা। এইজন্যই নরেন্দ্র মোদি তিন মাস আগে বলেছিলেন, রক্ত আর পানি একসঙ্গে বইতে পারে না। ভারতের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন পাকিস্তানের পানি কমিশনের ঐ কর্মকর্তা। পাশাপাশি পাকিস্তানের পানি নিরাপদ করতে না পারার জন্য পাকিস্তানের সরকারকেও দোষারোপ করেছেন তিনি। 

উল্লেখ্য, গত বছরের শেষের দিকে চেনাব নদীর উপর ১৫ বিলিয়ন ডলারের এই প্রজেক্টে তৎপরতার সঙ্গে কাজ শুরু করে ভারত। এই প্রজেক্ট নিয়ে আপত্তি তুলেছিল ইসলামাবাদ। তাদের দাবি ছিল, পাকিস্তানে বয়ে যাওয়া নদীর উপর এই প্রজেক্ট সেদেশের পানির যোগানে বাধা দেবে। দীর্ঘদিন ধরে থেমে ছিল এই প্রজেক্টের কাজ।

কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে এই কাজ তরান্বিত হয়েছে। গত বছরেই মোদি সরকার জানায়, পাকিস্তানের জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কিনা সেই শর্তে পানি দেওয়ার বিষয়টা দেখবে ভারত। এর আগেও পাকিস্তান এই ধরনের প্রজেক্টে আপত্তি তুলেছে। তাদের দাবি, এগুলো সিন্ধু চুক্তিতে ওয়ার্ল্ড ব্যাংকের নিয়ম লঙ্ঘন করে। কারণ এই সিন্ধু নদের উপরেই ৮০ শতাংশ কৃষিকাজ নির্ভর করে পাকিস্তানের।

Bootstrap Image Preview