Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিজে মরেও ৫ জনকে বাঁচার আশা দিয়ে গেল শিশুটি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ আগস্ট ২০১৯, ০৩:১২ PM
আপডেট: ২১ আগস্ট ২০১৯, ০৩:১৩ PM

bdmorning Image Preview


তুরস্কের বালাকেসির উত্তর-পশ্চিমপ্রদেশের ১০ বছরের শিশু সেলিন সেবেসি। একটি গোলাগুলির ঘটনায় গত রোববার মারা যায় সে।

মারা যাওয়ার পর তার দেহের বিভিন্ন অংশ দান করার সিদ্ধান্ত নিয়েছে তার বাবা-মা। যার মাধ্যমে পাঁচটি শিশু পাবে নতুন জীবন। খবর হুরিয়েত ডেইলি নিউজের।

বালাকেসির এরডেক জেলার একটি বিনোদনকেন্দ্রে দুই ব্যক্তির মধ্যে বাকিবিতণ্ডার একপর্যায়ে তাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ওই শিশুটি মারা যায়।

সেবেসির বাবা-মা জানান, আমাদের মেয়েটি কোনো কারণ ছাড়াই জীবন দিয়েছে। আমরা আমাদের মেয়ের অরগ্যানগুলো দান করার সিদ্ধান্ত নিয়েছে। যার মাধ্যমে আরও পাঁচটি শিশু নতুন জীবন পাবে।

তাদের এ সিদ্ধান্তের পর সেলিনের হার্ট, লাঙ্গস, কিডনি, লিভার এবং কর্নিয়া সার্জারির মাধ্যমে বের করে বান্দর্মা স্টেট হাসপাতালে সংরক্ষণ করে রাখা হয়েছে।

Bootstrap Image Preview