Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চিকিৎসার জন্য নিজের ফ্ল্যাট বিক্রি করতে চান রুবেল 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জুলাই ২০১৯, ১১:৩১ AM
আপডেট: ০৯ জুলাই ২০১৯, ১১:৩১ AM

bdmorning Image Preview


ব্রেইন টিউমারে আক্রান্ত জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ রুবেল।টিউমার অপসারণ শেষে এখন রুবেলের কেমোথেরাপি চলছে। মোট ৩০ রাউন্ড রেডিওথেরাপি এবং ৫০ রাউন্ড কেমোথেরাপি দিতে হচ্ছে তাকে। যার জন্য প্রয়োজন অনেক টাকার।

টিউমার অপসারণ করানোর জন্য ইতোমধ্যে ১ কোটি টাকার মতো খরচ করে ফেলেছেন। এখন বাকি ৫০ লাখ টাকা আর জোগাড় করতে পারছেন না এই বাঁ-হাতি স্পিনার।

তাই জীবন বাঁচানোর জন্য সোমবার ফেসবুকে নিজের ফ্ল্যাটটা বিক্রির ঘোষণা দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন রুবেল।  

স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘কেমোথেরাপির সঙ্গে এখন লড়াই করছি। আমার চিকিৎসার জন্য ইতোমধ্যে ১ কোটি টাকার মতো খরচ করে ফেলেছি। বাকি ৬ সার্কেল কেমোথেরাপির জন্য আরও ৫০ লাখ টাকা প্রয়োজন। এ কারণে জরুরিভাবে আমার ফ্ল্যাটটি বিক্রি করে দিতে চাই (১৫৫০ স্কয়ার ফুট)। যদি কেউ আগ্রহী হন, তাহলে আমার সঙ্গে ইনবক্সে যোগাযোগ করুন। এবং অবশ্যই আপনার দোয়াও প্রয়োজন। কারণ, এখনও আমি বেঁচে আছি কেবল আপনাদের দোয়ায়। আল্লাহ আমাদের সব অপরাধ ক্ষমা করুন। ধন্যবাদ।’
উল্লেখ্য, প্রথম শ্রেণির ক্রিকেটে মোশাররফ রুবেলের অভিষেক হয় ২০০১-০২ মৌসুমে। ১১২টি ম্যাচ খেলেছেন তিনি। জাতীয় দলের জার্সিতে পাঁচটি ওয়ানডে খেলেন এ বাঁহাতি স্পিনার। সবশেষ ২০১৬ সালে খেলেছেন তিনি। চার মাস আগে হঠাৎ ব্রেইন টিউমার ধরা পড়ে রুবেলের। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মোশাররফ রুবেলের ব্রেন টিউমার অপসারণ করা হয়। প্রাথমিকভাবে বলা হয়েছিল, এত ক্যান্সারের জীবানু নেই। কিন্তু পরে সেই দূর্ভাগ্যই বরণ করতে হয় রুবেলকে। ডাক্তাররা তাকে ৩০টি রেডিওথেরাপি এবং ৫০টি কেমোথেরাপি নিতে বলেছেন।  

Bootstrap Image Preview