Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিতর্কের মুখে সাংবাদিকদের শরণার্থী ক্যাম্প পরিদর্শনের সুযোগ দিচ্ছেন ট্রাম্প

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জুলাই ২০১৯, ০৩:৫৫ PM
আপডেট: ০৮ জুলাই ২০১৯, ০৩:৫৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সাংবাদিকদের পরিদর্শনের জন্য বিভিন্ন অভিবাসী আটক কেন্দ্র খুলে দেয়া হবে বলে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আটক কেন্দ্রগুলোতে অভিবাসীদের খারাপ পরিবেশে একেবারে গাদাগাদি করে রাখার জন্য সমালোচিত হওয়ায় রবিবার তিনি একথা বলেন। খবর এএফপি’র। 

নিউজার্সির মরিসটাউনে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘অভিবাসীদের রাখা হয়েছে এমন বিভিন্ন কেন্দ্র আমি সাংবাদিকদের দেখানো শুরু করতে যাচ্ছি। আমি চাই সাংবাদিকরা এসব আটক কেন্দ্রে যাক এবং তাদেরকে দেখে আসুক।

টেক্সাসের ক্লিন্টের একটি সীমান্ত টহল কেন্দ্রে নিম্নমানের পরিবেশে অভিবাসীদের গাদাগাদি করে রাখা হয়েছে এমন প্রতিবেদন শনিবার নিউইয়র্ক টাইমস ও এল পাসো টাইমস-এ প্রকাশিত হওয়ার পর ট্রাম্প এমন মন্তব্য করেন।

আর তিনি এ প্রতিবেদনকে ‘ভুয়া’ হিসেবে উল্লেখ করেন।

 

Bootstrap Image Preview