Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পরমাণু সমঝোতা রক্ষা করতেই ইরান এ সিদ্ধান্ত নিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জুলাই ২০১৯, ০১:১৩ PM
আপডেট: ০৬ জুলাই ২০১৯, ০১:১৩ PM

bdmorning Image Preview


ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, পরমাণু সমঝোতাকে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতেই এতে নিজের দেয়া কিছু প্রতিশ্রুতির বাস্তবায়ন স্থগিত করেছে তার দেশ।

পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়া এবং ইউরোপের পক্ষ থেকে বারবার প্রতিশ্রুতি দেয়া সত্ত্বেও এ সমঝোতা বাস্তবায়ন না করার প্রতিক্রিয়ায় সম্প্রতি ইরান পরমাণু সমঝোতারই ২৬ ও ৩৬ নম্বর ধারা অনুসরণ করে এতে দেয়া নিজের কিছু প্রতিশ্রুতির বাস্তবায়ন স্থগিত ঘোষণা করে। এর অংশ হিসেবে এরইমধ্যে তেহরান সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিমাণ বাড়িয়েছে। পাশাপাশি ইরান ঘোষণা দিয়েছে আগামী ৭ জুলাই’র মধ্যে ইউরোপ পরমাণু সমঝোতা বাস্তবায়ন করতে ব্যর্থ হলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রাও বাড়ানো হবে।

মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসে ইমেইলে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, পরমাণু সমঝোতাকে সম্পূর্ণ ধ্বংসের হাত থেকে রক্ষা করতেই ইরান এ সিদ্ধান্ত নিয়েছে।

জারিফ বলেন, পরমাণু ইস্যুতে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত সমঝোতার চেয়ে ভালো চুক্তি আর সম্ভব নয়। কাজেই এটি পুরোপুরি ধসে পড়লে তাতে আমেরিকাসহ সব দেশের ক্ষতি হবে।  ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যতক্ষণ পরমাণু সমঝোতার বাকি পক্ষগুলো অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, চীন ও রাশিয়া এ সমঝোতা মেনে চলবে ততদিন তেহরানও এটি থেকে বেরিয়ে যাবে না। কোনো চুক্তিই একটি পক্ষ বাঁচিয়ে রাখতে পারে না বলেও তিনি মন্তব্য করেন। 

Bootstrap Image Preview