Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মালিক শনাক্ত করতে গরুর মেডিকেল টেস্ট!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জুলাই ২০১৯, ০৩:১০ PM
আপডেট: ০৫ জুলাই ২০১৯, ০৩:১০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় গরুর মালিকানা নিয়ে দ্বন্দ্বের কারণে শেষপর্যন্ত মেডিকেল টেস্টের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেডিকেল টেস্টের রিপোর্ট আসার পরই চূড়ান্ত করা হবে আসলে গরুটির মালিক কে?

স্থানীয় সূত্রে জানা যায়, গরুটির নাম লক্ষ্মী। এর মালিকানা দাবি করেছে দু’জন। কিন্তু কেউই দাবির পক্ষে নিরেট প্রমাণ দিতে পারেননি। ফলে প্রকৃত মালিক কে, তা জানতে শেষ পর্যন্ত গরুটিকে নেয়া হলো হাসপাতালে।

এ বিষয়ে পুলিশ সূত্রে জানা যায়, জেলার ভাতারের বলগোনা গ্রামের বাসিন্দা সুনীল থোমের দাবি লক্ষ্মী নামের গরুটি তার। তিনি বলেন লক্ষ্মী গাভী। অপরদিকে ভাতারের নিত্যানন্দপুর পঞ্চায়েতের পাটনা গ্রামের বাসিন্দা শেখ আফজলুন হক দাবি করছেন, গরুটি তার। তিনি বলছেন, গরুটি বকনা।

গত সোমবার সকালে গরুর দুই দাবিদারই হাজির হন ভাতার থানায়। গরুর মালিকানা নিয়ে দিনভর আলোচনা চললেও কোনো ধরনের মীমাংসায় পৌঁছানো যায়নি। এমন পরিস্থিতিতে গরুর আসল মালিকের হদিশ পেতে দু'পক্ষই গরুর মেডিকেল টেস্ট করানোর দাবি তোলেন।

তবে মেডিকেল টেস্টের পর কার গোয়ালে ঠাঁই হয় লক্ষ্মীর সেদিকেই তাকিয়ে এখন গরুটির দাবিদার দুই মালিক।

Bootstrap Image Preview