Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রের যে স্কুলে শেখানো হয় ‘ডাইনিতত্ত্ব’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জুলাই ২০১৯, ১১:০৬ AM
আপডেট: ০৫ জুলাই ২০১৯, ১১:০৬ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


‘ডাইনি’ নামটি শুনলেই কেমন যেনো শিউরে ওঠে শরীর। আর ‘ডাইনিতত্ব’ বা ‘ডাইনি বিদ্যার’ কথা শুনলেই গা ছমছম করা অনুভূতির সাথে মনে উঁকি দেয় কৌতুহল। এই কৌতুহল উদ্দীপক বিদ্যাটি যদি কোনো স্কুলে শিখানো হতো তাহলে কেমন হতো?

অবাক করা হলেও এমনটি বাস্তবেই ঘটছে। বিশ্বের বিভিন্ন দেশে ডাইনিতত্ব নিষিদ্ধ হলেও যুক্তরাষ্ট্রের শিকাগোতে শুরু করা হয়েছিলো এমনই একটি স্কুল সেখানে শিক্ষা দেয়া হয় এই কৌতুহল উদ্দীপক ও রহস্যময় বিদ্যাটি।

উইচ স্কুল- এ স্কুলটি সারা পৃথিবীতে ডাইনিতত্ত্ব শেখানোর কাজ করে। এ স্কুলের ৪০ হাজার ছাত্রছাত্রী ইন্টারনেটের মাধ্যমে পাঠগ্রহণ করে থাকে। এছাড়াও রয়েছে সরাসরি পাঠদানের একটি জায়গাও।

প্রাথমিক অবস্থায় এ স্কুলের কার্যক্রম শিকাগোর রোজভেলিতে শুরু হলেও পরে এটাকে ম্যাসাচুসেটসের স্যালেমে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ১৬৯২ থেকে ১৬৯৩ সালের মধ্যে ২০০ জনের বিচার করা হয়েছিল ডাইনি মনে করে।

শাস্তি হিসেবে তাদের দেয়া হয়েছিল ফাঁসি। ফলে রোজভেলি থেকে স্যালেমে চলে যাওয়া জরুরি হয়ে পড়েছিল তাদের জন্য। কারণ ওখানে কট্টর খ্রিস্টানরা ধাওয়া করেছিল তাদের। তাদের স্কুলে ও গাড়িতে পবিত্র পানি ছিটিয়ে দিয়েছিল।

পরবর্তীতে, স্যালেমকে বেছে নেয়া হয়েছিল কারণ এ শহরটির সঙ্গে ডাইনিতত্ত্বের পুরনো সম্পর্ক এবং ইতিহাস জড়িত রয়েছে।

আর সেখানেই বছরের পর বছর ধরে দেয়া হচ্ছে ডাইনিতত্বের শিক্ষা।

Bootstrap Image Preview