দেশের ১৪টি যৌনপল্লীর মধ্যে অন্যতম একটি হচ্ছে টাঙ্গাইলের কান্দাপাড়া যৌনপল্লী। পল্লীটিতে মোট ৮০০টি কক্ষ রয়েছে যেখানে কাজ করেন ৯ শতাধিক যৌনকর্মী। এদের মধ্যেই একজন ১৭ বছর বয়সী হাসি। এই পল্লীতে থাকা যৌনকর্মীদের প্রতি কমপক্ষে ১০ থেকে ১৫ জন খদ্দেরের সঙ্গে যৌনমিলন করতে হয়। চলুন দেখে নেয়া যাক পল্লীতে কেমন কাটে তার জীবন।
পল্লীর কর্মীদের মধ্যে ওরাডিক্সন জাতীয় ঔষধ গ্রহণের প্রবণতা অনেক বেশি। নিজেকে স্বাস্থ্যবান করে খদ্দেরের চোখে পড়ার জন্য এমন কাজ করেন তারা। কোনো প্রেসক্রিপশন ছাড়া যেকেউ এই ঔষধ নিতে পারেন।
ক্ষতিকর হলেও ওরাডিক্সন খেয়ে বেশি আয় করতে পারেন যৌনকর্মীরা। ছবি: রয়টার্স।
এখানে খদ্দেররা মাত্র ৫০ টাকার বিনিময়েও যৌন মিলন করতে পারেন। পল্লীতে এমন এক খদ্দেরের সঙ্গে খুনসুটি করছেন হাসি। ছবি: রয়টার্স।