Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৪ ছাগলসহ ইমরানের সম্পদের পরিমাণ ১০ কোটি ৮০ লাখ রুপি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জুলাই ২০১৯, ১১:৪৭ AM
আপডেট: ০৩ জুলাই ২০১৯, ১১:৪৭ AM

bdmorning Image Preview


পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মোট সম্পদের পরিমাণ ১০ কোটি ৮০ লাখ রুপি। মার্কিন ডলার, ইউরো ও পাউন্ড স্টার্লিং-এ তিনটি বৈদেশিক মুদ্রার অ্যাকাউন্ট রয়েছে। ১৫০ একর কৃষিজমি ও ৫০ হাজার রুপি দামের চারটি ছাগলেরও মালিক তিনি।

মঙ্গলবার (২ জুলাই) পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) এসব তথ্য জানিয়েছে। 

পাকিস্তানের রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে ধনী পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এর চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। তার সম্পদের পরিমাণ ১৫০ কোটি রুপি।  

ইমরান খান জানিয়েছেন, ইসলামাবাদের অদূরে বানি গালার প্রাসাদোপম বাড়িটি তিনি উপহার হিসেবে পেয়েছেন। তার স্ত্রী বুশরা বিবির নামে বানি গালায় একটি বাড়ি এবং পাকপত্তন ও ওকারায় জমি রয়েছে।

দেশটির সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সম্পদের পরিমাণ প্রায় ৬৬ কোটি রুপি। তার এক কোটি রুপি মূল্যের পশু-পাখি ও ১ কোটি ৬৬ লাখ রুপি মূল্যের অস্ত্রশস্ত্র রয়েছে। এছাড়া, দুবাইয়ে যৌথ মালিকানায় তার দু’টি বাড়ি আছে। পিপিপির জ্যেষ্ঠ নেতা খুরশেদ শাহর সম্পদের পরিমাণ প্রায় ৬ কোটি রুপি।

বিরোধী দলের নেতা শাহবাজ শরীফের মোট সম্পদ ১৮ কোটি ৯০ লাখ রুপি। তবে, তার দুই স্ত্রী নুসরাত শেহবাজ ও তেহমিনা দুররানির সম্পদ রয়েছে যথাক্রমে ২৩ কোটি ও ৫ কোটি রুপির।

Bootstrap Image Preview