Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টাকা না থাকায় জীবিত তরুণকে মৃত ঘোষণা করলেন ডাক্তার  

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জুলাই ২০১৯, ০৯:২৩ PM
আপডেট: ০২ জুলাই ২০১৯, ০৯:২৩ PM

bdmorning Image Preview
প্রতিকী ছবি


ভারতের লক্ষ্ণৌতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ২০ বছরের তরুণ ফুরকানকে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। নয়দিন চিকিৎসার পর জীবিত ফুরকানকে মৃত ঘোষণা করে হাসপাতালের ডাক্তার।

শুক্রবার (২১ জুন) গুরুতর অবস্থায় ফুরকানকে ঐ হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার (১ জুলাই) নয়দিন চিকিৎসার পর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করলে তার দেহ অ্যাম্বুলেন্সে করে বাড়িতে নিয়ে যাওয়া হয় দাফনের জন্য। কিন্তু তার দেহ কবরে নামানোর আগে তাকে নড়তে দেখে তার এক স্বজন। 

ফুরকানের বড় ভাই মোহাম্মদ ইরফান বলেন, কতটা ভয়ঙ্কর, আমরা তার দেহ কবরে নামানোর প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক ওই সময় স্বজনদের একজন তাকে নড়তে দেখেন। আমরা সঙ্গে সঙ্গে তাকে কাছের একটি হাসপাতালে নিয়ে যাই এবং চিকিৎসকরা জানান সে জীবিত আছে। তাকে এখন লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

আগের হাসপাতালের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি আরো বলেন, আমরা ফুরকানের চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে সাত লাখ রুপি দিয়েছি। যখন জানালাম আমাদের আর টাকা নেই, তারা সোমবার ফুরকানকে মৃত ঘোষণা করে দিলো।

ফুরকানের বর্তমান চিকিৎসক বলেন, রোগীর অবস্থা আশঙ্কাজনক, তবে অবশ্যই তিনি ক্লিনিক্যালি ডেড নন। তার নাড়ির গতি ও রক্তচাপ আছে এবং তিনি সাড়া দিচ্ছেন।

লক্ষ্ণৌর প্রধান চিকিৎসা কর্মকর্তা এ ঘটনা তদন্ত করার ঘোষণা দিয়েছেন।

 

Bootstrap Image Preview