Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা, এস-৫০০ পেতে প্রস্তুত সেনাবাহিনী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জুলাই ২০১৯, ০৬:৫৬ PM
আপডেট: ০২ জুলাই ২০১৯, ০৬:৫৬ PM

bdmorning Image Preview


মধ্য এশিয়ার একটি মরুভূমিতে একটি নতুন ইন্টারসেপটর মিসাইল পরীক্ষা করেছে রাশিয়া। এমন এক সময় এই পরীক্ষা চালানো হয়েছে, যখন দেশটির সেনাবাহিনী পরবর্তী-প্রজন্মের এস-৫০০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছে।

মধ্য কাজাখস্তানের শারে শাগান উৎক্ষেপণ কেন্দ্রে এই পরীক্ষা চালানো হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এমন তথ্য জানিয়েছে। তবে কী ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, তা উল্লেখ করেনি দেশটির সেনাবাহিনী।

রাশিয়ার আকাশপ্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্রবিধ্বংসী কমান্ডের মুখপাত্র পাভের কুজমিন বলেন, নতুন এই ইনটারসেপটর মিসাইল লক্ষ্যবস্তুতে হামলা করে নিজের বৈশিষ্ট্যের প্রমাণ দিয়েছে। এটি সফলভাবে তার কাজ সেরেছে।

গত কয়েক মাসে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে মস্কো। সর্বশেষ পরীক্ষাটি হয়েছে গত জুনের শুরুতে।

তবে এসব পরীক্ষা নিয়ে বিস্তারিত তথ্য জানাতে বিরত থাকছে রুশ সেনাবাহিনী। তারা জানিয়েছে, রাশিয়ার পরবর্তী প্রজন্মের এস-৫০০ দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার অধিকাংশ পরীক্ষা-নিরীক্ষা শেষ হয়েছে।

Bootstrap Image Preview