Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতে গণপিটুনিতে আইনকে উপহাস করা হচ্ছে: বুখারী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ জুলাই ২০১৯, ০৭:৩৮ PM
আপডেট: ০১ জুলাই ২০১৯, ০৭:৩৮ PM

bdmorning Image Preview


ভারতের দিল্লির ঐতিহাসিক জামে মসজিদের শাহী ইমাম মাওলানা সাইয়্যেদ আহমদ বুখারী দেশের বিভিন্ন প্রান্তে গণপিটুনিতে মুসলিমদের হত্যা প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে বলেছেন গণপিটুনির ঘটনায় কেন্দ্রীয় সরকার নিশ্চুপ হয়ে রয়েছে। তিনি বলেন, ভারতে গণপিটুনিতে আইনকে উপহাস করা হচ্ছে। এই বিষয়ে সরকার নীরব রয়েছে।

মাওলানা বুখারী বলেন, ‘সরকারের মনোভাবের কারণে মুসলমানদেরকে বৈষম্যমূলক মনোভাবের মুখোমুখি হতে হচ্ছে। দেশের  মুসলিমরা প্রতিদিন তাদের অস্তিত্ব রক্ষা করার জন্য সংগ্রাম করছে। তাদের প্রত্যেকদিন হুমকি ও আতঙ্কিত করা হচ্ছে।’

এদিকে, ভারতের প্রখ্যাত শিয়া আলেম ও মুসলিম পার্সোনাল ল’বোর্ডের সদস্য মাওলানা কালবে জাওয়াদ এক বিবৃতিতে দেশে গণপিটুনির ঘটনা বৃদ্ধি পাওয়ায় এর তীব্র নিন্দা করে দোষীদের ফাঁসির সাজার বিধানের দাবি তুলেছেন। 

তিনি বলেন, ‘গণপিটুনির ঘটনা এনকাউন্টারের নয়া রূপ। আগে সরকার এনকাউন্টার করাতো এখন জনগণকে এনকাউন্টারের অধিকার দেয়া হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। এধরণের ঘটনায় দোষীদের এক/দুই বছরের কারাদণ্ডের পরিবর্তে ফাঁসিতে মৃত্যুদণ্ডের সাজা হওয়া উচিত যাতে এসব ঘটনা নিয়ন্ত্রণ করা যায়। গণপিটুনির ঘটনায় সরকারের বদনাম হচ্ছে। প্রায়শই সাধারণ কোনও নেতা গোছের লোকেরা দায়ী। এদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া প্রয়োজন।’ বিজেপিশাসিত ঝাড়খণ্ডে সম্প্রতি গণপিটুনিতে তাবরেজ আনসারী নামে এক যুবকের মৃত্যুতে দুঃখপ্রকাশ করে অপারাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি করেছেন মাওলানা সাইয়্যেদ কালবে জাওয়াদ।   

গণপিটুনি ইস্যুতে এরআগে মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি বলেন, ‘ ‘জয় শ্রীরাম’ বা ‘বন্দেমাতরম’ না বললেই মারধর করা হচ্ছ৷ যা কখনই থামানো যাচ্ছে না৷ কেবলমাত্র মুসলিম ও দলিতরাই ওই আক্রমণের শিকার৷ এসবের পিছনে যারা জড়িত তারা কোনও না কোনওভাবে সঙ্ঘ পরিবারের সঙ্গে যুক্ত৷’ 

দিকে, ঝাড়খণ্ডে গণপিটুনিতে তাবরেজ আনসারী নিহত হওয়ার প্রতিবাদে গতকাল (রোববার) সন্ধ্যায় উত্তর প্রদেশের মীরাটে এক প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিবাদ ও ধস্তাধস্তির জেরে পুলিশ লাঠিচার্জ করলে বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশের দাবি, অনুমতি ছাড়াই মিছিল বের করা হলে পুলিশ তাতে বাধা দেয়। এসময় তাদের সঙ্গে হাতাহাতি ও তাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা হয়। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকায় ইন্টারনেট পরিসেবা স্থগিত রাখা হয়েছে।  

Bootstrap Image Preview