Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্ত্রী ছবি তোলায় নিজের সন্তানসহ পুরো পরিবারকে পুড়িয়ে মারলেন প্রবাসী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ জুলাই ২০১৯, ০৭:২৭ PM
আপডেট: ০১ জুলাই ২০১৯, ০৭:২৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


পাকিস্তানে এক ব্যক্তি স্ত্রীকে অন্য ব্যক্তির সঙ্গে ছবিতে দেখে পরিবারের ৯ জনকে পুড়িয়ে হত্যা করেছে। নিহতরা হলেন তার স্ত্রী, দুই সন্তান, তিন শ্যালিকা, শ্যালিকাদের দুই সন্তান এবং শ্বাশুড়ি। একে অনার কিলিং হিসেবে দেখছে পাকিস্তানি পুলিশ।

মুলতান শহরটির জেলা পুলিশ অফিসার ইমরান মেহমুদ জানান, মুহম্মদ আজমল তার স্ত্রী কিরণের কথিত পরকীয়ার প্রতিশোধ হিসাবে আক্রমন করেছিলেন।

জানা গেছে, আজমল হত্যাকান্ড চালানোর উদ্দেশ্যে ২৫ দিন আগে সৌদি আরব থেকে পাকিস্তান ফিরে আসেন। সেখানে তিনি দরজির কাজ করতেন।

মেহমুদ বলেন, আজমল হত্যার দায়ে স্বীকার করেছেন।

মেহমুদ বলেন, "এটি পরিষ্কারভাবে একটি অনার কিলিং। তিনি অন্য একজন ব্যক্তির সাথে তার স্ত্রীর একটি ছবি দেখেছিলেন এবং বিশ্বাস করেছিলেন যে তাদের সঙ্গে প্রেমঘটিত কিছু একটি ব্যাপার ঘটেছিল। তবে আত্মীয়রা বলছেন ওই ছবি তোলার সঙ্গে অন্য কিছু ছিলো না।"

তিনি বলেন, স্ত্রী ও তার দুই সন্তানকে হত্যা করার পাশাপাশি আজমল তার তিন বোনকে, দুই সন্তানের এবং তার শ্বশুরকেও হত্যা করে।

পাকিস্তানে প্রতি বছর পর অনার কিলিংয়ের নামে বহু নারীকে হত্যা করে পরিবারের সদস্যরা। এ ক্ষেত্রে প্রেম, পরকীয়া, অন্য পুরুষের সঙ্গে হাসাহাসি, নাচ এমনকি ছবি তুললেও পরিবারের সম্মান ক্ষুণ্ন হয়েছে বলে মনে করা হয়।

Bootstrap Image Preview