Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধর্ষণে বাধা দেয়ায় মা-মেয়েকে ন্যাড়া করে ঘোরানো হল পুরো গ্রাম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ জুলাই ২০১৯, ০৭:১৮ PM
আপডেট: ০১ জুলাই ২০১৯, ০৭:১৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের বিহার রাজ্যে বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা করে স্থানীয় জনপ্রতিনিধিসহ একদল লোক। এতে বাধা দেয়ায় ‘শাস্তি’ হিসেবে এক পরিবারের মা ও মেয়ের মাথা ন্যাড়া করে দেয়া হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষণের উদ্দেশ্যে একদল লোক বাড়িতে ঢুকে হামলা চালায়। এতে ঐ নারীরা বাধা দিলে হামলাকারীরা তাদের মারধর করে, তাদের মাথা ন্যাড়া করে দেয় এবং তাদেরকে সারা গ্রাম জুড়ে হাঁটানো হয়। এ ঘটনায় ইতিমধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ঘটনার সাথে জড়িত ওপর আরও পাঁচজনকে খুঁজছে পুলিশ।

এএনআিই সংবাদ সংস্থাকে ভুক্তভোগী মেয়েটির মা বলেন, লাঠি দিয়ে আমাদের বেদম প্রহার করা হয়। আমার শরীরে সব জায়গায় আঘাত পেয়েছি এবং আমার মেয়ের শরীরেও বিভিন্ন স্থানে আঘাত রয়েছে।

এছাড়াও তিনি আরও জানান, সব গ্রামবাসীর সামনে তাদের মাথা ন্যাড়া করে দেয়া হয়।

এ বিষয়ে স্থানীয় সংবদামাধ্যমকে একজন পুলিশ সদস্য বলেন, ভুক্তভোগীদের বাড়িতে প্রবেশ করে কমবয়সী মেয়েটিকে যৌন নির্যাতন করার চেষ্টা চালায় একদল লোক।

রাজ্যের নারী বিষয়ক কমিশন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। কমিশন বলেছে, এই ঘটনার প্রেক্ষিতে আরও ব্যবস্থা নেয়া হবে। তবে এ ধরণের ঘটনা এই রাজ্যে এটিই কিন্তু প্রথম নয়।

এর আগে গত এপ্রিলে গণধর্ষণ প্রতিরোধ করার কারণে একটি মেয়ের ওপর অ্যাসিড ছোঁড়া হয়। তার কয়েকমাস আগে বিহারের এক নারীকে নির্যাতনের পর নগ্ন অবস্থায় গ্রামের বাজারের মধ্যে দিয়ে হেঁটে যেতে বাধ্য করা হয়।

এছাড়াও ২০১২ সালে দিল্লির একটি বাসে গণধর্ষণের পরে এক নারীকে হত্যা করার ঘটনার পর থেকে এ ধরণের ঘটনায় জনগণের বিক্ষোভ প্রকাশ করার প্রবণতাও ব্যাপকভাবে বেড়েছে।

Bootstrap Image Preview